For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইনফোসিসে কোন পদে দায়িত্ব নিচ্ছেন নন্দন নিলেকানি

নন্দন নিলেকানি ফের দায়িত্ব নিতে চলেছেন দেশের অন্যতম বড় প্রযুক্তি সংস্থা ইনফোসিসের। সম্ভবত তিনি ইনফোসিস বোর্ডের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হবেন।

  • |
Google Oneindia Bengali News

ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি ফের দায়িত্ব নিতে চলেছেন দেশের অন্যতম বড় প্রযুক্তি সংস্থা ইনফোসিসের। সম্ভবত তিনি ইনফোসিস বোর্ডের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হবেন। আর সেজন্যই নিজের পূর্ব নির্ধারিত দু'মাসের মার্কিন সফর বাতিল করে তিনি আপাতত বেঙ্গালুরুতেই রয়েছেন।

ইনফোসিসে কোন পদে দায়িত্ব নিচ্ছেন নন্দন নিলেকানি

নিলেকানি এখনও দায়িত্ব নিতে সম্মতি না জানালেও শেষপর্যন্ত রাজি হবেন বলেই খবর। সংস্থার অপারেশনস বা বিজনেস রোল-এর পদ না নিয়ে তিনি নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হতে পারেন বলে ইকোনমিক টাইমস সূত্রে খবর।

অনেকে মনে করছেন, নিলেকানি বোর্ডে ফিরলে আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্তা পদ থেকে সরে দাঁড়াতে পারেন। এর মধ্যে রয়েছেন চেয়ারম্যান আর শেষাসয়ী, কো চেয়ারম্যান রবি ভেঙ্কটেসন, অডিট কমিটি চেয়ারম্যান রূপা কুদভা ও নমিনেশন কমিটি চেয়ারম্যান জেফ লেম্যান।

তিন দশক আগে ইনফোসিস যে সাতজনের হাত ধরে গড়ে উঠেছিল, নন্দন নিলেকানি সেই প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। ২০০২ সালে মার্চ থেকে ২০০৭ সালের এপ্রিল পর্যন্ত তিনি ইনফোসিসের চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন।

English summary
Nandan Nilekani postpones 2-month US trip, may become non-executive chairman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X