For Daily Alerts
যাবতীয় জল্পনার অবসান, ঘরে ফিরলেন নন্দন নিলেকানি, ফের হাল ধরলেন ইনফোসিসের
দেশের অন্যতম বড় প্রযুক্তি সংস্থা ইনফোসিসের দায়িত্ব নিচ্ছেন ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি। ইনফোসিসের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হচ্ছেন তিনি। ইনফোসিসে ফিরতে পেরে তিনি খুশি বলে জানিয়েছে নন্দন নিলেকানি।

নিলেকানি বোর্ডে ফেরায় বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্তা পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এর মধ্যে রয়েছেন চেয়ারম্যান আর শেষাসয়ী, কো চেয়ারম্যান রবি ভেঙ্কটেসন।
এই মুহুর্তে সংস্থার উন্নতিতে নিলেকানিই ইনফোসিসের নেতৃত্ব দানের ক্ষেত্রে আদর্শ বলে জানিয়েছেন পদত্যাগী চেয়ারম্যান আর শেষাসয়ী।

১৯৮১-তে ইনফোসিস যে সাতজনের হাত ধরে গড়ে উঠেছিল, নন্দন নিলেকানি সেই প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। ২০০২ সালে মার্চ থেকে ২০০৭ সালের এপ্রিল পর্যন্ত তিনি ইনফোসিসের চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন।