For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রিলায়েন্সের মুকুটে নতুন পালক, প্রথম ভারতীয় কোম্পানি হিসাবে ৯ লাখ কোটি টাকার বাজার দর ছুঁল ইন্ডাস্ট

আরও একটি পালক যোগ হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুকুটে। আজ ভারতের প্রথম কম্পানি হিসাবে ৯ লাখ কোটি টাকার বাজার দর ছাড়ালো মুকেশ আম্বানির কোম্পানি। আজ বাজারে লেনদেন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই রিলায়েন্স

Google Oneindia Bengali News

আরও একটি পালক যোগ হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুকুটে। আজ ভারতের প্রথম কম্পানি হিসাবে ৯ লাখ কোটি টাকার বাজার দর ছাড়ালো মুকেশ আম্বানির কোম্পানি। আজ বাজারে লেনদেন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই রিলায়েন্সের বাজার দর গিয়ে দাঁড়ায় ৯,০১,৪৯০.০৯ কোটি টাকায়।

 রিলায়েন্সের মুকুটে নতুন পালক, প্রথম ভারতীয় কোম্পানি হিসাবে ৯ লাখ কোটি টাকার বাজার দর ছুঁল ইন্ডাস্ট

গত কয়েক বছর ধরেই উর্ধ্বগামী রিলায়েন্সের ব্যবসা। ভাই অনিলের কোম্পানি দেউলিয়া হলেও দাদা মুকেশ ভারতের ব্যবসার ক্ষেত্রে উল্লেখযোগ্য স্থান গ্রহণ করেছেন। বিশেষত জিও আসার পর কোম্পানির দাম বাড়তে থাকে লাফিয়ে লাফিয়ে।

আজও বাজার খুলতেই রিলায়েন্সের গ্রাফ ছিল উর্ধ্বগামী। গতকালের দাম থেকে ২.২৮ শতাংশ বেড়ে রিলায়েন্সের শেয়ার পিছু দাম গিয়ে ঠেকে ১,৪২৮ টাকায়। এর আগে গতবছর প্রথম ভারতীয় কোম্পানি হিসাবে ৮ লাখ কোটি টাকার বাজার দর ছাড়িয়ে যায়।

এদিকে রিলায়েন্সের সাফল্যের উপর ভর করে ব্যক্তিগত দিক দিয়েও এগিয়ে চলেছেন মুকেশ আম্বানি। এই বছরেও ভারতের সব থেকে ধনীদের তালিকেয় শীর্ষে রয়েছেন মুকেশ আম্বানি। বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকাতেও তিনি বরাবরই থাকেন উপর দিকেই।

এদিকে প্রায় দুই সপ্তাহ পরে আজ ফের ৩৯,০০০ পয়েন্ট পেরোতে সক্ষম হয় সেনসেক্স। দিনের শেষে নিফটি ১১,৫৮৬ পয়েন্টে শেষ হয়। দর বাড়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও বেশিরভাগ ব্যাঙ্ক শেয়ারের।

English summary
Mukesh Ambani's Reliance Industries becomes the First Indian Company to touch Valuation of 9 lakh crore rupees
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X