ভারতে ধনীদের তালিকায় শীর্ষপদ পাকা করে ফেলেছেন মুকেশ আম্বানি! প্রথম ১০-এ রয়েছেন আর যেসব শিল্পপতি
পরপর নয় বছর ধনী ভারতীয়দের তালিকায় প্রথম স্থান ধরে রেখেছেন মুকেশ আম্বানি। এই তালিকা প্রকাশ করেছে হুরুন ইন্ডিয়া। যাঁর নিজের সম্পত্তির পরিমাণ ৬,৫৮,৪০০ কোটি টাকা। যার বেশিরভাগটাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ থেকে প্রাপ্ত। শিল্পপতিদের সম্পতির পরিমাণ ১০০০ কোটির বেশি হলেই, তালিকায় স্থান দিয়ে থাকে হুরুন ইন্ডিয়া। এবার তাদের তালিকায় রয়েছেন ৮২৮জন ভারতীয়। এন্যদিকে মুকেশ আম্বানিই একমাত্র ভারতীয় যিনি বিশ্বের প্রথম ৫ ধনীর তালিকায় স্থান করে নিয়েছেন।

মুকেশ আম্বানি
ভারতীয় মুদ্রায় সম্পত্তির পরিমাণ ৬,৫৮,৪০০ কোটি টাকা। সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৭৩%। কোম্পানির নাম রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।

হিন্দুজা ব্রাদার্স
ভারতীয় মুদ্রায় সম্পত্তির পরিমাণ ১,৪৩,৭০০ কোটি টাকা। সম্পত্তির পরিমাণ হ্রাস পেয়েছে ২৩%। কোম্পানির নাম হিন্দুজা।

শিব নাদার এবং পরিবার
ভারতীয় মুদ্রায় সম্পত্তির পরিমাণ ১, ৪১, ৭০০ কোটি টাকা। সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৩৪%। কোম্পানির নাম এইচসিএল।

গৌতম আদানি ও পরিবার
ভারতীয় মুদ্রায় সম্পত্তির পরিমাণ ১,৪০, ২০০ কোটি টাকা। সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৪৮%। কোম্পানির নাম আদানি।

আজিম প্রেমজি
ভারতীয় মুদ্রায় সম্পত্তির পরিমাণ ১,১৪,৪০০ কোটি টাকা। সম্পত্তির পরিমাণ হ্রাস পেয়েছে ২ %। কোম্পানির নাম উইপ্রো।

সাইরাস এস পুনাওয়ালা
ভারতীয় মুদ্রায় সম্পত্তির পরিমাণ ৯৪,৩০০ কোটি টাকা। সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৬%। কোম্পানির সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।

রাধাকিষাণ দামানি ও পরিবার
ভারতীয় মুদ্রায় সম্পত্তির পরিমাণ ৮৭, ২০০ কোটি টাকা। সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৫৬%। কোম্পানির নাম এভিনিউ সুপার মার্টস।

উদয় কোটাক
ভারতীয় মুদ্রায় সম্পত্তির পরিমাণ ৮৭,০০০ কোটি টাকা। সম্পত্তির পরিমাণ হ্রাস পেয়েছে ৮%। কোম্পানির নাম কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক।

দিলীপ সাংভি
ভারতীয় মুদ্রায় সম্পত্তির পরিমাণ ৮৪,০০০ কোটি টাকা। সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১৭%। কোম্পানির নাম সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ।

সাইরাস পালনজি মিস্ত্রি
ভারতীয় মুদ্রায় সম্পত্তির পরিমাণ ৭৬,০০০ কোটি টাকা। সম্পত্তির পরিমাণ হ্রাস পেয়েছে ১%। কোম্পানির নাম সাপুরজি পালনজি।

সাপুরজি পালনজি মিস্ত্রি
ভারতীয় মুদ্রায় সম্পত্তির পরিমাণ ৭৬,০০০ কোটি টাকা। সম্পত্তির পরিমাণ হ্রাস পেয়েছে ১%। কোম্পানির নাম সাপুরজি পালনজি।
শুভেন্দু-গড়ে থাবা মুকুলের! নন্দীগ্রামের 'হেভিওয়েট’ নেতা যোগ দিলেন বিজেপিতে