For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের ভারতের জিডিপি গ্রোথ কমাল মুডিজ, টাকার দামের পতনই কি মূল কারণ?

ফের ভারতের জিডিপি গ্রোথ কমাল মুডিজ, টাকার দামের পতনই কি মূল কারণ?

Google Oneindia Bengali News

ফের ভারতের জিডিপি গ্রোথ কমাল আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা মুডিজ। অক্টোবর মাসে ভারতের অর্থনৈতিক পরিস্থিিত দেখে মুডিজ ভারতের জিডিপি বৃদ্ধি ৭.৭ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করে দিয়েছে। এর আগে ৮ শতাংশ থেকে কমিয়ে ৭.৭ শতাংশ জিডিপি গ্রোথের পূর্বাভাস দিয়েছিল মুডিজ। হঠাৎ করে পূর্বাভাসের নেপথ্যে একাধিক কারণ রয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

ভারতের জিডিপি গ্রোথ কমাল মুডিজ

ভারতের জিডিপি গ্রোথ কমাল মুডিজ

মোদী সরকার যতই আর্থিক উন্নয়নের দাবি করুক আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা মুডিজ কিন্তু ভারতের জিডিপি গ্রোথ এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিয়েছে। ৭.৭ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করে দিয়েছে ভারতের জিডিপি গ্রোথেক পূর্বাভাস। এর আগে ৮ শতাংশ থেকে কমিয়ে ৭.৭ শতাংশ করা হয়েছিল বারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস। মুডিজের এই পূর্বাভাসে রীতিমত সিঁদুরে মেঘ দেখছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

কী কারণে এই পূর্বাভাস

কী কারণে এই পূর্বাভাস

একের পর এক ধাক্কার মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দেশ। করোনা মহামারী সংকট কাটিয়ে উঠতে না উঠতে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ গোটা দেশের বাণিজ্যে বিপুল প্রভাব বিস্তার করেছে। অত্যধিক হারে বেড়েছে জ্বালানি তেলের দাম। তার প্রভাব পড়েছে ভারতেও। ভারতেও জ্বালানি তেলের দাম বেড়েছে। তার জেরে বেড়েছে পরিবহণ খরচ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জিনিসের দাম। মুদ্রাস্ফীতি চরম আকার নিয়েচে ভারতে। তার জেরে অর্থনীতিতে প্রভাব পড়েছে।

চাঙ্গা শেয়ার বাজার

চাঙ্গা শেয়ার বাজার

গত কয়েক মাস ধরে শেয়ার বাজারে লাগাতার ধস নেমে চলেছে। তার জেরে বিপুল ক্ষতির মুখে পড়ছেন শেয়ার বাজারের কারবারিরা। কিন্তু হঠাৎ করে শুক্রবার চাঙ্গা হয়ে উঠেছে শেয়ার বাজার। আইটি কোম্পানিগুলির শেয়ারের দাম হু হু করে বেড়েছে। সর্বাধিক দাম বেড়েছে ইনফোসিসের। এছাড়া, টিসিএস, উইপ্রোর শেয়ারের দামও চড়েছে। হঠাৎ করে শেয়ার বাজার চাঙ্গা হয়ে ওঠার নেপথে ডলারের দামের পতন রয়েছে বলে মনে করছেন শেয়ার বাজারের কারবারিরা।

টাকার দামের পতন

টাকার দামের পতন

ভারতের আর্থিক মান কমে যাওয়ার অন্যতম কারণ টাকার দামের পতন বলে মনে করা হচ্ছে। গত কয়েক মাস ধরে লাগাতার টাকার দামের পতন হতে শুরু করেছিল। অস্বাভাবিক হারে কমছে টাকার দাম। তার প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। বিশেষ করে ভারতের আন্তর্জাতিক বাণিজ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। মুদ্রাস্ফীতি চরম আকার নিয়েছে। সেটা নিয়ন্ত্রণ করতে তিনবার রেপোরেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু তাতেও দেশের অর্থনীতিতে স্থিতাবস্থা ফিরছে না।

বঙ্গ বিজেপির ডামাডোল ফের প্রকাশ্যে, দল বাঁচাতে নতুনকে সরিয়ে আহ্বান পুরনোকে ফেরানোর বঙ্গ বিজেপির ডামাডোল ফের প্রকাশ্যে, দল বাঁচাতে নতুনকে সরিয়ে আহ্বান পুরনোকে ফেরানোর

English summary
Moody's Cut Down India's GDP Growth
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X