For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্রাহকদের কথা ভেবে বড়সড় পদক্ষেপ মোদী সরকারের! ব্যাঙ্ক ডুবলে ৯০ দিনের মাথাতেই মিলবে পাঁচ লক্ষ

বাজেটে দেওয়া কথা রাখল মোদী সরকার! ব্যাঙ্ক গ্রাহকদের জন্যে বড়সড় স্বস্তির খবর। অর্থনৈতিকভাবে সমস্যার মধ্যে চলা ব্যাঙ্কগুলির ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ নির্মলা সীতারমণের। আগে ব্যাঙ্কগুলি সঙ্কটে পড়লে আগে বিমা বাবদ মাত্র ১ লক্ষ টা

  • |
Google Oneindia Bengali News

বাজেটে দেওয়া কথা রাখল মোদী সরকার! ব্যাঙ্ক গ্রাহকদের জন্যে বড়সড় স্বস্তির খবর। অর্থনৈতিকভাবে সমস্যার মধ্যে চলা ব্যাঙ্কগুলির ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ নির্মলা সীতারমণের। আগে ব্যাঙ্কগুলি সঙ্কটে পড়লে আগে বিমা বাবদ মাত্র ১ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেত।

ব্যাঙ্ক ডুবলে ৯০ দিনের মাথাতেই মিলবে পাঁচ লক্ষ

কিন্তু সরকারের নয়া ঘোষণাতে এবার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত নগদ টাকা পেতে পারেন গ্রাহকরা। এবং সেই টাকা পাওয়ার জন্যে বছরের পর বছর অপেক্ষা করতে হবে না। মাগত্র ৯০ দিনের মধ্যেই এই টাকা পেয়ে যাবেন। এমনটাই জানিয়েছেন নির্মলা সীতারমণ।

আজ বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট মিটিং হয়। সেখানেই এই বিষয়টি নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে নয়া এই সিদ্ধান্তে শিলমোহর দেয় মোদী সরকার। নয়া এই নিয়ম অনুযায়ী, আর্থিক সঙ্কটের মধ্যে চলা ব্যাঙ্কের গ্রাহকরা DICGC আইন অনুসারে ৯০ দিনের মধ্যেই ৫ লক্ষ টাকা পেয়ে যাবেন।

আর এই জন্যে Deposit Insurance and Credit Guarantee Corporation- (DICGC) এর আইনে বেশ কিছু রদবদল আনা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই প্রসঙ্গে জানিয়েছেন যে, DICGC অ্যাক্ট অনুযায়ী ৯৮.৩ শতাংশ ডিপোজিট বিমার আওতায় কভার হবে।

শুধু তাই নয়, এই আইনের আওতায় দেশের সমস্ত কর্মাশিয়াল ব্যাঙ্ক, ফরেন, স্মোল ফিন্যাস, রুরল এবং কর্পোরেট ব্যাঙ্ক থাকবে। ফলে এবার থেকে ব্যাক ডুবলে সমস্ত টাকা চলে গেল বলে আতঙ্কের কিছু নেই। উল্লেখ্য পঞ্জাব এবং মহারাষ্ট্র কোঅরপারেটিভ ব্যাঙ্ক আর্থিক সঙ্কটের কারনে একেবারে ভেঙে পড়ে।

সেই সময় ব্যাঙ্ক গ্রাহকদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিমার টাকা দেওয়ার কথা বলে অর্থমন্ত্রক। এবার সেই বিষয়টিকে আইন পরিবর্তন করে মান্যতা দিল।

English summary
Modi govt takes big decision, Bank customers will get 5 lakh within 90 Days Of Moratorium
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X