For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদেশে তথ্য পাচার-সহ বিভিন্ন অভিযোগ! ৩৪৮ টি মোবাইল অ্যাপ ব্লক করল কেন্দ্র

চিন-সহ বিভিন্ন দেশের তৈরি ৩৪৮ টি মোবাইল অ্যাপ (Mobile app) ব্লক (block) করে দিল কেন্দ্রীয় সরকার। প্রথমে প্রোফাইল তৈরির জন্য তথ্য সংগ্রহ এবং তা পরে কোনও অনুমতি না নিয়েই বিদেশে পাঠিয়ে দেওয়া হয়বলে অভিযোগ তথ্য ও প্র

  • |
Google Oneindia Bengali News

চিন-সহ বিভিন্ন দেশের তৈরি ৩৪৮ টি মোবাইল অ্যাপ (Mobile app) ব্লক (block) করে দিল কেন্দ্রীয় সরকার। প্রথমে প্রোফাইল তৈরির জন্য তথ্য সংগ্রহ এবং তা পরে কোনও অনুমতি না নিয়েই বিদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর লোকসভায় এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন।

বিদেশে তথ্য পাচার

বিদেশে তথ্য পাচার

কেন্দ্রীয় ইলেক্ট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর লোকসভায় বিজেপি সাংসদের প্রশ্নের উত্তরে বলেছেন, ৩৪৮ টি মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করছিল এবং প্রোফাইলিংয়ের জন্য দেশের বাইরে
অবস্থিত সার্ভারগুলিতে কোনও অনুমতি না নিয়ে পাঠানো হচ্ছিল।

 স্বরাষ্ট্রমন্ত্রকের অনুরোধ

স্বরাষ্ট্রমন্ত্রকের অনুরোধ

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এব্যাপারে ইলেক্ট্রনিক্স এবং ইনফর্মেশন টেকনোলজি মন্ত্রককে অনুরোধ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বলা হয়েছিল এই ৩৪৮ টি মোবাইল অ্যাপ যে তথ্য পাচার করেছে, তাতে ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা, প্রতিরক্ষা
এবং দেশের নিরাপত্তা বিঘ্নিত করেছে।

তালিকায় রয়েছে চিন-সহ বিভিন্ন দেশের অ্যাপ

তালিকায় রয়েছে চিন-সহ বিভিন্ন দেশের অ্যাপ

যে কটি অ্যাপকে ব্লক করা হয়েছে, তার সবই চিনের তৈরি কিনা, এব্যাপারে প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেছেন, চিন-সহ বিভিন্ন দেশে অ্যাপগুলি তৈরি হয়েছে। এব্যাপারে উল্লেখ করা যেতে পারে এই বছরের ১৪ ফেব্রুয়ারি নাগাদতথ্য প্রযুক্তি আইনের 69A ধারার অধীনে ভারতে ৫৩ টি চিন ও অন্য দেশের অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল। ২০২০-র সেপ্টেম্বরেও ১১৭ টি চিন ও অন্য দেশের অ্যাপ নিষিদ্ধ করেছিল কেন্দ্রীয় সরকার।

গুগলের পরেই ভারত সরকারের পদক্ষেপ

গুগলের পরেই ভারত সরকারের পদক্ষেপ

দিন কয়েক আগে গুহল ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া নামে দক্ষিণ কোরিয়ার একটি জনপ্রিয় গেমিং অ্যাপ সাসপেন্ড করে। তারপরেই এবার পদক্ষেপ নিল কেন্দ্র। গুগলের তরফে জানানো হয়েছিল এব্যাপারে সরকারের থেকে তারা আদেশ পেয়েছে।সেই কারণে অ্যাপের অ্যাক্সেস ব্লক করা হয়েছে।

যোগ্য সব সুবিধাভোগীই অঙ্গনওয়াড়ি প্রকল্পের আওতায়! বাধ্যতামূলক হল আধারযোগ্য সব সুবিধাভোগীই অঙ্গনওয়াড়ি প্রকল্পের আওতায়! বাধ্যতামূলক হল আধার

English summary
Modi Govt blocks 348 mobile apps, including China and various countries
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X