For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Petrol- Diesel নিয়ে বড়সড় সিদ্ধান্তের পথে মোদী সরকার! একধাক্কায় অনেকটাই কমতে চলেছে দাম

এভাবে জ্বালানির মূল্যবৃদ্ধির কারনে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও ভয়ঙ্কর ভাবে বেড়ে গিয়েছে। তবে এই অবস্থায় পেট্রোল-ডিজেলের মুল্যবৃদ্ধি নিয়ে কার্যত বড়সড় স্বস্তির খবর শোনাতে চলেছে মোদী সরকার।

  • |
Google Oneindia Bengali News

Petrol- Diesel Price: আকাশ ছোঁয়া পেট্রোল-ডিজেলের দাম। নতুন করে না বাড়লেও ১০০ টাকার ঘরে পেট্রোলের দাম। ডিজেলের দামও প্রায় ১০০ ছুঁইছুঁই। মারাত্মক ভাবে জ্বালানির এই দামে পকেট পুড়ছে আমজনতার।

শুধু তাই নয়, এভাবে জ্বালানির মূল্যবৃদ্ধির কারনে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও ভয়ঙ্কর ভাবে বেড়ে গিয়েছে। তবে এই অবস্থায় পেট্রোল-ডিজেলের মুল্যবৃদ্ধি নিয়ে কার্যত বড়সড় স্বস্তির খবর শোনাতে চলেছে মোদী সরকার।

যাতে কিছুটা হলেও সাধারণ মানুষের সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।

GST বৈঠকের দিকে নজর

GST বৈঠকের দিকে নজর

জানা যাচ্ছে মন্ত্রিপরিষদের একটি প্যানেল জিএসটির উপর সিঙ্গল ন্যাশানাল রেটের মতো পেট্রোলিয়াম পদার্থের উপর ট্যাক্স লাগানোর উপর আলোচনা করবে। শুধু তাই নয় প্রকাশিত খবর মোতাবেক, কন্সুমার প্রাইজ (consumer price) এবং সরকারি রাজস্ব সংক্রান্ত বিষয়ে বড় বদল আনা হতে পারে বলেও জানা যাচ্ছে।

আগামী শুক্রবার লখনউতে জিএসটি কাউন্সিলের বৈঠক হওয়ার কথা রয়েছে। আর সেই বৈঠকে এই বিষয়ে আলোচনা হতে পারে বলে খবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নেতৃত্বে তৈরি প্যানেল এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করবে।

জিএসটি সিস্টেমে বদল কীভাবে সম্ভব?

জিএসটি সিস্টেমে বদল কীভাবে সম্ভব?

বলে রাখা প্রয়োজন, জিএসটি সিস্টেমে কোনও বদল আনার প্রয়োজন হলে এই সংক্রান্ত বিষয়ে তৈরি প্যানেলের অনুমোদনের প্রয়োজন হয়। এতে সমস্ত রাজ্যের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

তবে এই প্যানেলে থাকা বেশ কয়েকজন জ্বালানিকে জিএসটির আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আপত্তি জানিয়েছে। তাঁদের দাবি, জ্বালানিকে যদি জিএসটির আওতায় নিয়ে আসা হয় তাহলে কেন্দ্রীয় সরকার বড় ধরনের রাজস্ব পাবে না। তাতে ক্ষতি হতে পারে আগামিদিনে। যদিও এই বিষয়ে আলোচনা চলছে।

পেট্রল-ডিজেলের দামে পকেটে আগুন মধ্যবিত্তের

পেট্রল-ডিজেলের দামে পকেটে আগুন মধ্যবিত্তের

দেশে এখনও করোনা পরিস্থিতি রয়েছে। এই অবস্থায় অনেকেই গণপরিবহণ এড়িয়ে যাচ্ছেন। নিজস্ব স্কুটার, বাইক কিংবা গাড়িতে চেপে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। আর এখানেই সমস্যা। পেট্রোলের দাম এতটাই বেড়ে গিয়েছে জাতায়াতের খরচ যথেষ্ট মহার্ঘ হয়ে উঠেছে।

জ্বালানির খরচ (Petrol Diesel Price Today) বাড়ায় অন্যান্য সমস্ত খরচও বাড়তে শুরু করেছে। তবে গত কয়েকদিন আগে কিছু লিটারে দাম কিছু পয়সা কমলেও এখনও ১০০ টাকা দাম।

রাজধানী দিল্লিতে পেট্রোল ১০১ টাকা প্রতি লিটার, ডিজেলের দাম প্রতি লিটার 88.62 টাকা। মুম্বইতে লিটার প্রতি পেট্রোলের দাম 107.26 টাকা। ডিজেল 96.19 টাকা প্রতি লিটার।

পেট্রোলিয়াম প্রোডাক্টে মোটা রাজস্ব পায় সরকার

পেট্রোলিয়াম প্রোডাক্টে মোটা রাজস্ব পায় সরকার

সরকার পেট্রোলিয়ামজাত সামগ্রী বিক্রি করে মোটা শুল্ক রোজগার করে। অর্থবছরে প্রথম চার মাসের মধ্যে ৪৮ শতাংশ বেড়ে গিয়েছে। পেট্রোল-ডিজেলের দাম হু হু করে বাড়তে থাকায় মোটা অঙ্কের রাজস্ব রোজগার করে কেন্দ্রীয় সরকার। একেবারে মোটা অঙ্কের টাকা রোজগার করে সরকার। রাজ্যগুলিও রোজগার করে জ্বালানির শুল্ক। চলতি অর্থ বছরে অর্থাৎ ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে পেট্রোল এবং ডিজেলে কেন্দ্রীয় সরকার রাজস্ব রোজগার করেছে 3.35 লাখ কোটি টাকা। তবে জ্বালানিকে অনেক দিন ধরে জিএসটির আওতায় নিয়ে আসার দাবি উঠতে শুরু করেছে। অবশেষে সেই বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছে মোদী সরকার।

English summary
Modi government to bring petrol diesel price under GST
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X