For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LPG Subsidy: বিনামূল্যে এলপিজি সংযোগের নিয়মে বড় পবিবর্তন? কী হতে পারে ভর্তুকির নতুন নিয়ম

বিনামূল্যে এলপিজি সংযোগের নিয়মে বড় পবিবর্তন?

  • |
Google Oneindia Bengali News

যাঁরা এলপিজিতে (lpg) ভর্তুকি পান, তাঁদের জন্য বড় খবর। উজ্জ্বলা স্কিমের (ujjwala Yojana) অধীনে বিনামূ্ল্যে এলপিজি গ্যাস সংযোগে পাওয়া ভর্তুকিতে বড় পরিবর্তন হতে পারে। অতএব কেউ যদি উজ্জ্বলা স্কিমের অধীনে বিনামূল্যে এলপিজি সংযোগ নেওয়ার কথা ভেবে থাকেন, তাহলে এই খবরটি পড়তেই হবে।

এলপিজি সংযোগে ভর্তুকির কাঠামা কি পরিবর্তন হবে?

এলপিজি সংযোগে ভর্তুকির কাঠামা কি পরিবর্তন হবে?

দেশের একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই স্কিমের আওতায় নতুন সংযোগের জন্য ভর্তুকির কাঠামোতে পরিবর্তন আনা হতে পারে। প্রকাশিত খবর অনুযায়ী, পেট্রোলিয়াম মন্ত্রক দুটি নতুন কাঠামোর জন্য কাজ শুরু করেছে। যা শীঘ্রই প্রকাশ করা হবে। একথা উল্লেখ করা প্রয়োজন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেটে এককোটি নতুন সংযোগ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তবে জানা গিয়েছে, সরকার ওএমসি পক্ষ থেকে অগ্রিম অর্থ দেওয়ার মডেলের পরিবর্তন করা হতে পারে।

অগ্রিম অর্থপ্রদানের পদ্ধতির কি পরিবর্তন হবে?

অগ্রিম অর্থপ্রদানের পদ্ধতির কি পরিবর্তন হবে?

প্রকাশিত খবর অনুযায়ী, এবার থেকে অগ্রিম পেমেন্ট হিসেবে ১৬০০ টাকা একসঙ্গে দিতে হতে পারে। সূত্রের আরও খরব সরকারের তরফে এই স্কিমের বাকি ১৬০০ টাকা ভর্তুকি প্রদান অব্যাহত রাখা হবে।

 সরকারি বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেয়

সরকারি বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেয়

উজ্জ্বলা যোজনায় সরকারের তরফে গ্রাহকদের ১৪.২ কেজির গ্যাস শুদ্ধ একটি সিলিন্ডার এবং স্টোভ দিয়ে থাকে। এর মূল্য প্রায় ৩২০০ টাকা। এর মধ্যে সরকারের তরফে ১৬০০ টাকা ভর্তুকি দেওয়া হয়। তার তেল মার্কিটিং সংস্থাগুলি ১৬০০ টাকা অ্যাডভান্স হিসেবে দিয়ে থাকে। এর ফলে সিলিন্ডার ভর্তির সময়ে ভর্তুকির টাকা ইএমআই হিসেবে নিয়ে নেয়।

 উজ্জ্বলা যোজনায় অন্তর্ভুক্তির প্রক্রিয়া

উজ্জ্বলা যোজনায় অন্তর্ভুক্তির প্রক্রিয়া

উজ্জ্বলা যোজনায় অন্তর্ভুক্তির প্রক্রিয়া বেশ সহজ। এই প্রকল্পের অধীরে একজন বিপিএল তালিকা ভুক্ত মহিলা গ্যাস সংযোগ পাওয়ার জন্য আবেদন করতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইটে (pmujjwalayojana.com) গিয়ে এই প্রকল্প সম্পর্কে সম্পূর্ণ তথা পাওয়া যাবে। এই প্রকল্পে নাম নথিভুক্তির জন্য, প্রথমে একটি ফর্ম পূরণ করতে হবে, তারপর তা কাছের এলপিজি ডিস্ট্রিবিউটরের অফিসে জমা দিতে হবে।

এই ফর্মে যে মহিলা আবেদন করছেন, তাঁকে তাঁর সম্পূর্ণ ঠিকানা, জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পরিবারের সকল সদস্যের আধার নম্বর দিতে হবে। পরে এটি বিচার করে দেখার পরে দেশের তেল বিপণন সংস্থাগুলি যোগ্য সুবিধাভোগীকে এসপিজি সংযোগ দিয়ে থাকে। যদি কোনও আবেদনকারী ইএমআই বেছে নেন, তাহলে তাহলে ইএমআই-এর অর্থ সিলিন্ডারে প্রাপ্ত ভর্তুকির সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়া হয়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
By down payment of Rs 1600 from applicant free LPG connection under the Ujjwala scheme rules can be changed.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X