For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছোট ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি মানল GST Council! অনলাইনে আরও সস্তায় মিলবে পণ্য

যদি আপনি অনলাইন (Online Shopping) কিংবা E-Commerce সাইট থেকে শপিং করে থাকেন তাহলে আপনার জন্যে এই খবর। আজ শনিবার জিএসটি কাউন্সিলের (GST Council Meet) ৪৮ তম বৈঠক ছিল। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) -এর নে

  • |
Google Oneindia Bengali News

যদি আপনি অনলাইন (Online Shopping) কিংবা E-Commerce সাইট থেকে শপিং করে থাকেন তাহলে আপনার জন্যে এই খবর। আজ শনিবার জিএসটি কাউন্সিলের (GST Council Meet) ৪৮ তম বৈঠক ছিল। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) -এর নেতৃত্বে এই বৈঠক হয়।

যেখানে একাধিক বিষয় আলোচনা হয়েছে। বিশেষ করে ছোট ব্যবসায়ী (Small Traders on E-Commerce) দের দীর্ঘদিনের একটি দাবিকে মেনে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

যেখানে অনলাইন শপিং প্লাটফর্মগুলিতে সস্তা পণ্য বিক্রি করার একটা রাস্তা খুলে (Cheap Products on Online Shopping Platforms) গিয়েছে বলে মনে করা হচ্ছে। ফলে ক্রেতাদের অনলাইনে কেনাকাটার প্রতি ঝোঁক আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

সাতটি পয়েন্ট নিয়ে পরপর আলোচনা হয়েছে।

সাতটি পয়েন্ট নিয়ে পরপর আলোচনা হয়েছে।

Goods and Service Tax-GST- সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের বৈঠকে নেওয়া হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে এই বৈঠক হয়ে থাকে। যেখানে সমস্ত রাজ্যের অর্থমন্ত্রী কিংবা কোনও প্রতিনিধির নেতৃত্বে এই বৈঠক হয়। তবে এদিনের বৈঠকে নতুন করে কোনও পণ্যের উপর কর বসানো কিংবা বাড়ানো নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেই খবর। বৈঠকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, সাতটি পয়েন্ট নিয়ে পরপর আলোচনা হয়েছে। আগামিদিনে অতিরিক্ত ডেটা শেয়ারিংয়ের বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন তিনি।

মানা হয়েছে ছোট ব্যবসায়ীদের দাবি

মানা হয়েছে ছোট ব্যবসায়ীদের দাবি

দেশে E-Commerce সাইটের চাহিদা বাড়ছে। আর সেদিকে তাকিয়েই ছোট ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে জিএসটি-তে নন-রেজিস্টার্ড ব্যবসায়ীদের অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসা করার অনুমতি দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। জিএসটি কাউন্সিল এর আগের একটি বৈঠকে এই বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছিল। শনিবার অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিলমোহর দেওয়া হয় বলে জানা যাচ্ছে। এই বিশয়ে জিএসটি কাউন্সিলের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই জিএসটি আইন এবং নিয়মে সংশোধন আনা হবে। আর তা বিজ্ঞপ্তি আকারে দেওয়া হবে। তবে আগামী বছরের ১ অক্টোবরের মধ্যে এই পুরো ব্যবস্থা কার্যকর করা হতে পারে।

৮ কোটি ছোট ব্যবসায়ী রয়েছে

৮ কোটি ছোট ব্যবসায়ী রয়েছে

ছোট ব্যবসায়ীদের সংগঠন অখিল ভারতীয় সংগঠন CAIT জিএসটি কাউন্সিলের এই সিদ্ধান্তকে প্রশংসা এবং স্বাগত জানিয়েছে। ক্যাট-এর জাতীয় সাধারণ সম্পাদক প্রবীণ খান্ডেলওয়াল জানিয়েছেন, এই সিদ্ধান্ত ছোট ব্যবসায়ীদের ই-কর্মাসের মাধ্যমে আপনি ব্যবসা বাড়াতে সাহায্য করবে। এমনকি প্রধানমন্ত্রীর ডিজিটাল ভার‍তকে আরও মজবুত করবে বলেও দাবি CAIT-এর সদস্যের। প্রবীণ খান্ডেলওয়াল জানিয়েছেন, গোটা দেশে প্রায় ৮ কোটি ছোট ব্যবসায়ী রয়েছে। কিন্তু বড় সংখ্যায় ব্যবসায়ী জিএসটি রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে দাবি তাঁর। কারণ তাঁদের বিক্রি জিএসটি সীমা থেকে অনেক কম। এই সমস্ত ব্যবসায়ী এবার ই-কর্মাসে ব্যবসা করবে এটাই বড় ব্যাপার বলে দাবি প্রবীনবাবুর।

সস্তায় মিলবে পণ্য

সস্তায় মিলবে পণ্য

করোনার পর থেকে ই-কর্মাস সাইটগুলিতে একটা জোয়ার এসেছে। ব্যাপক ভাবে বেড়েছে ব্যবসা। ই-কমার্স ব্যবসা এখন দেশের মোট খুচরা খাতের প্রায় 10% অংশ। যেখানে বস্ত্র এবং ইলেকট্রনিক্সের মতো গ্যাজেটে জায়গাটা অনেক বেশি যদিও। এই পরিস্থিতিতে জিএসটি কাউন্সিলের এই সিদ্ধান্ত নানা বিভাগে আরও প্রতিযোগিতা বাড়াবে বলে মনে করা হচ্ছে। আর তাতে ক্রেতারা অনেক সস্তায় আরও পণ্য পাবে বলে মনে করা হচ্ছে;।

English summary
meeting of GST council arranged on Saturday, now small businessmen can also take part in online business
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X