For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লক্ষ্য উন্নত পরিষেবা, জনগণের সাবস্ক্রিপশনের জন্য খুলে দেওয়া মেদান্তের অধীনে গ্লোবাল হেলথ আইপিও

Google Oneindia Bengali News

মেদান্তের অধীনে গ্লোবাল হেলথ ইনিশিয়াল পাবলিক অফারিং বা গ্লোবাল হেলথ আইপিও ২০২২ এর ৩ নভেম্বর সাবস্ক্রিবশন সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছে। যার ফলে ভারতের যে কোন নাগরিক গ্লোবাল হেলথ আইপিও সাবস্ক্রাইব করতে পারবেন। এটি ৭ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে। বৃস্পতিবার সকলের জন্য সাবস্ক্রিবশন খুলে দেওয়ার পরেই ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। গ্লোবাল হেলথ আইপিও প্রথমদিনেই ২৬ শতাংশ সাবস্ক্রিপশন পেয়েছে।

জনগণের জন্য উন্মুক্ত মেদান্তের অধীনে গ্লোবাল হেলথ আইপিও

মেদান্ত হাসপাতালের অধীনে গ্লোবাল হেলথ আইপিওতে ৫০০ কোটি টাকা পর্যন্ত নতুন ইস্যু এবং ৫,০৭,৬১,০০ ইক্যুইটি শেয়ার বিক্রির করা হবে বলে জানা গিয়েছে। এখানে প্রতিটি শেয়ারের দাম ৩১৯ টাকা থেকে ৩৩৬ টাকা পর্যন্ত। ইতিমধ্যে বুধবার বিনিয়োগকারীদের কাছ থেকে ৬৬২ কোটি টাকা সংগ্রহ করা সম্ভব হয়েছে। অন্যদিকে, মেদান্তের অধীনে গ্লোবাল হেলথ আইপিওর মাধ্যমে ২,২০৬ কোটি টাকা লাভ করা সম্ভব হবে বলে অনুমান করা হচ্ছে। জানা গিয়েছে, মেদান্তের অধীনে গ্লোবাল হেলথ আইপিওতে জনসাধারণের জন্য সাবস্ক্রিপশন উন্মুক্ত করে দেওয়ার পর যে লাভ হবে তা মূল ঋণ শোধ করতে ব্যবহার করা হবে। এছাড়াও বাকি লভ্যাংশ ব্যবসার কাজে ব্যবহার করা হবে।

সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের অর্থবর্ষের মধ্যে মেদান্ত হাসপাতালে বেডের সংখ্যা ৩,৫০০ ছাড়িয়ে যাবে। মেদান্ত হাসপাতালের চিকিৎসার মান আগের থেকে আরও উন্নত হবে। দেশের পাশাপাশি বিদেশি রোগীরাও উন্নত মানের চিকিৎসা পরিষেবা পাবে। সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২২ সালর ৭ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত সাবস্ত্রিবশন সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে।

সাবস্ক্রিপশনের জন্য খুলে দেওয়া মেদান্তের অধীনে

কোনও বেসরকারি সংস্থার প্রথমবারের জন্য নতুন স্টক ইস্যুতে জনসাধারণের কাছে শেয়ার বিক্রির আবেদনকে আইপিও বলা হয়। একটি আইপিও-এর মাধ্যমে সাধারণ মানুষ কোনও সংস্থার শেয়ার কিনতে পারে। এরফলে সংস্থার ইক্যুইটি মূলধন বাড়ে। আইপিওতে রাখার জন্য সংস্থাগুলোকে প্রথমে এক্সচেঞ্জ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের শর্তগুলো পূরণ করতে হয়। এরমাধ্যমে সংস্থাগুলি বাজারের চাহিদা পরিমাপ করতে পারে।

মেদান্ত হাসপাতাল বিখ্যাত কার্ডিওভাসকুলার এবং কার্ডিওথোরাসিক সার্জন চিকিৎসক নরেশ ত্রেহান প্রতিষ্ঠা করেন। এখানে মূলত ৩০টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। ৪.৭ মিলিয়ন বর্গফুট এলাকা জুড়ে হাসপাতালটি রয়েছে। ১,৩০০ চিকিৎসক এই হাসপাতালে নিযুক্ত। মূলত কার্ডিওলজি, কার্ডিয়াক সায়েন্স, নিউরোসায়েন্স, অনকোলজি, ডাইজেস্টিভ এবং হেপাটোবিলিয়ারি সায়েন্স, অর্থোপেডিকস বিভাগের চিকিৎসা এখানে হয়। ২০২০, ২০২১, ২০২২ সালে মেদান্ত হাসপাতালটি দেশের মধ্যে সেরা সেবা প্রদানের জন্য পুরস্কৃত হয়েছে।

English summary
Medanta operator Global Health IPO opened for public subscription on 3 November
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X