For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের অনেকটা নামল সেনসেক্স, বাজেট পেশের পর থেকে ইন্দ্রপতন চলছেই

  • |
Google Oneindia Bengali News

ইক্যুইটি মার্কেটের পতন অব্যাহত। শুক্রবার অনেকটা নেমে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন সোমবার বাজার খুলতেই সেই পতন অব্যাহত রইল। এদিন পাঁচশো পয়েন্ট নেমে ৩৪ হাজারের প্রায় মাঝামাঝি চলে এল সেনসেক্স।

ফের অনেকটা নামল সেনসেক্স

একসময়ে ৩৪ হাজার ৫২০ পয়েন্টে নামলেও এই মুহূর্তে তা রয়েছে ৩৪ হাজার ৮২০ পয়েন্টে। এদিকে নিফটিও ১০ হাজার ৬৬৪ পয়েন্টে নেমে গিয়েছে। বাজেট পেশের সময় তা ছিল ১১ হাজারের উপরে।

ইক্যুইটি হোল্ডিংয়ের উপরে সরকার কর বসানোর কথা ঘোষণা করার পর থেকেই বাজার পড়ে গিয়েছে। পিএসইউ ব্যাঙ্ক ও ফিনান্সিয়াল স্টকে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে। এই অবস্থা কীভাবে সামাল দেওয়া যায় তা নিয়েই আলোচনা চলছে।

এর আগে বাজেট পেশের আগে সেনসেক্সের স্বপ্নের দৌড় অব্যাহত ছিল। কয়েক দিনের মধ্যেই ৩৬ হাজারের সীমা পার করে গিয়েছিল সেনসেক্স। নিফটিও স্বপ্নের দৌড় বজায় রেখে ১১ হাজারের সীমা অনেকটা পেরিয়ে গিয়েছিল। তবে বাজেট পেশের পর তা নামতে শুরু করেছে।

English summary
Markets continue bloodbath in equity market; Sensex below 35,000 now
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X