
LPG Price: স্বস্তির খবর, গ্যাসের দাম নিয়ে টেনশন ভুলুন আর সস্তায় করুন রান্না! কীভাবে?
জ্বালানির সঙ্গে পাল্লা দিয়ে ক্রমশ গ্যাসের দামও। এভাবে ধীরে ধীরে গ্যাসের দাম এসে দাঁড়িয়েছে 843 টাকা। আর এই দাম আরও আরও বাড়তে পারে বলে অনুমান। তবে দাম বেড়ে যে অবস্থায় দাঁড়িয়ে তাতে কার্যত নাজেহাল অবস্থা সাধারণ মানুষের।
তবে যেভাবে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে মানুষ বিকল্প শক্তির পথে হাঁটছে। যেমন ব্যাটারি চালিত গাড়ি কিংবা বায়ো ফুয়েলের ব্যবহার নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। তেমনও গ্যাসের ক্ষেত্রেও বিকল্প কিছু ভাবনা চিন্তার পথে হাঁটতে চলতে পারেন? কেমন ভাবে?

এলপিজির তুলনায় ইলেকট্রিক গ্যাসের দাম কম!
যদি বিদ্যুৎের সাহায্যে চলা ইলেকট্রিক কুকার, ইলেকট্রিক স্টোভের ব্যবহার করা যায় তাহলে অনেকটাই সস্তা পড়বে। বিশেষ করে এলপিজির থেকে অনেকাংশেই সস্তা হবে। পাশাপাশি পিএনজির ব্যবহার করা যেতে পারে। জানা যাচ্ছে, Piped Natural Gas এলপিজির থেকে অন্তত ৬০ শতাংশ সস্তা হবে। World Resources Institute-এর ডিরেক্টর দীপক শ্রী কৃষ্ণানের বক্তব্য অনুসারে, এখন দিল্লিতে এলপিজির তুলনাতে অনেক বেশি সস্তা ইলেকট্রিকে রান্না।

ইলেকট্রিক স্টোভের ব্যবহার করা যেতে পারে
দিল্লিতে প্রতি ইউনিট বিদ্যুৎের দাম ৪ টাকা। গ্যাস সিলিন্ডারের দাম পৌঁছে গিয়েছে ৮৪৩ টাকাতে। হিসাব বলছে, ১০ লিটার জল গরম করতে গ্যাসে খরচ পড়লে ১০ টাকার কিছু বেশী। যদি বিদ্যুৎের সাহায্যে ইলেকট্রিক স্টোভে জল গরম করা যায় তাহলে খরচ পড়বে ৯টাকার কিছু বেশী। ফলে বোঝাই যাচ্ছে কত টাকা বাঁচবে এর ফলে। ধীরে ধীরে গ্যাসের কাজ ভুলে ইলেকট্রিকে রান্না করাতেই সুবিধা দেখছে অর্থনীতির কারবারিরা।

ছয়মাসে ১৪০ টাকা বেড়েছে দাম!
গ্যাসের দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ১ লা জুলাই গ্যাস সিলিন্ডারের দাম ১৪০ টাকা এক ধাক্কায় বেড়েছে। সব মিলিয়ে দাম বৃদ্ধি হয়েছে ৮৩৪ টাকা। ভর্তুকির টাকাও কম করে দিয়েছে সরকার। ফলে ক্রেতাকেও বেশি টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে।

পিএনজি ব্যবহারেও মিলছে লাভ!
যেভাবে এলপিজি গ্যাসের দাম বাড়ছে তাতে মানুষের পিএনজি ব্যবহারে মানুষের চাহিদা বাড়ছে। এলপিজি গ্যাসের সঙ্গে পিএনজি গ্যাসের দামের অনেকটাই তফাৎ! এলপিজি গ্যাসের থেকে অন্তত ৬০ শতাংশ সস্তা হচ্ছে পিএনজি গ্যাস। ফলে রান্নার গ্যাসের দাম বাড়লেও এই সব পন্থায় যদি চলা যায় তাহলে কিছুটা হলেও খরচ আয়ত্তের মধ্যে আনা যাবে।