For Quick Alerts
For Daily Alerts
RBI-এর রেপো রেট বৃদ্ধির জের, খারাপ প্রভাব ঋণ গ্রহীতাদের ওপরে! 'আচ্ছে দিন' ব্যাঙ্কে টাকা রাখলে
এপ্রিলে মুদ্রানীতি (moneytory policy) ঘোষণার পরেও এদিন আশ্চর্যজনকভাবে অনলাইনে সাংবাদিক সম্মেলন করে আরবিআই (RBI) গভর্নর জানিয়েছেন রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট বাড়ানো হচ্ছে। রেপো রেট (Repo Rate) ৪ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ৪.৪০%। এর প্রভাব যেমন একদিকে ইএমআই (EMI) বৃদ্ধির মাধ্যমে ঋণ গ্রহীতাদের ওপরে পড়তে চলেছে, অন্যদিকে যাঁরা ব্যাঙ্কে টাকা ফিক্সড ডিপোজিট (FD) করেন তাঁরা সুবিধা পেতে চলেছেন।

বৃষ্টি-ঝড়-বজ্রবিদ্যুতের সতর্কতা! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
Comments
rbi reserve bank of india inflation shaktikanta das repo rate আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মুদ্রাস্ফীতি শক্তিকান্ত দাস
English summary
Loan EMI will go up and FD investors will get more due to repo rate increase by RBI