For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নোটবন্দি ও জিএসটির ধাক্কা কি সামলাতে পারল ক্ষুদ্র ও ছোট শিল্প - কী বলছে আরবিআইয়ের তথ্য

রিজার্ভ ব্যাঙ্কের সর্বশেষ পরিসংখানে দেখা গিয়েছে, গত বছরের তুলনায় ছোট ব্যবসাগুলির ঋণ খেলাপের মাত্রা দ্বিগুণ বেড়েছে।

Google Oneindia Bengali News

নোটবন্দী ও জিএসটি চালুর ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি মাইক্রো ও স্মল বিজনেসগুলি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের আরটিআই-এর জবাবে আরবিআই-এর দেওয়া সাম্প্রতিক তথ্যে সেই ছবিই স্পষ্ট হল। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে ২০১৭-র মার্চ থেকে ২০১৮-র মার্চে, মাইক্রো ও স্মল বিজনেসগুলির ঋণ খেলাপের পরিমাণ ৮.২৪৯ কোটি টাকা থেকে বেড়ে ১৬,১১৮ কোটি টাকা হয়েছে।

নোটবন্দী ও জিএসটির ধাক্কা কি সামলাতে পারল ক্ষুদ্র ও ছোট শিল্প - কী বলছে আরবিআইএর সাম্প্রতিক তথ্য

এই সময়কালে ২৫ লক্ষ থেকে ৫ কোটির মধ্যে যেসব ছোট ও ক্ষুদ্র লগ্নিকারীরা আছেন, তাঁদের এনপিএ ও ব্যাড লোনের পরিমাণও বেড়েছে। ২০১৭ সালের মার্চে যা ছিল ৮২,৩৮২ কোটি টাকা, তা ২০১৮-র মার্চে হয়েছে ৯৮,৫০০ কোটি টাকা। পাবলিক সেক্টর ব্যাঙ্ক গুলি থেকে স্মল ইউনিটগুলির ঋণ গ্রহণের পরিমাণ ৬৬.৬১ শতাংশ থেকে কমে ৬৫.৩২ শতাংশ হলেও ঋণ খেলাপের পরিমাণ কমেনি, বরং তা আগের থেকে অনেকটাই বেড়েছে।

তবে মাইক্রো ও স্মল ইউনিটগুলির আউস্ট্যান্ডিং অ্যাডভান্স বেড়েছে ৬.৭২ শতাংশ। ২০১৭-র মার্চের ৯,৮৩,৬৫৫ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১০,৪৯,৭৯৬ কোটি টাকা। সেই সঙ্গে অতি সম্প্রতি উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছে ক্রেডিট গ্রোথে।২০১৮-১৯ আর্থিক বছরে এপ্রিল-জুন পিরিয়ডে জিডিপি বৃদ্ধি হয়েছে ৮.২ শতাংশ। আগের আর্থিক বছরে এই পিরিয়ডে জিডিপি বৃদ্ধির হার কমে হয়েছিল ৫.৭ শতাংশ।

[আরও পড়ুন: আজব-কাণ্ড! জ্যোতিষীর পরামর্শে স্বেচ্ছায় লক-আপে রাত কাটানোর হিড়িক যোগী-রাজ্যে ][আরও পড়ুন: আজব-কাণ্ড! জ্যোতিষীর পরামর্শে স্বেচ্ছায় লক-আপে রাত কাটানোর হিড়িক যোগী-রাজ্যে ]

দু সপ্তাহ আগেই মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইসেস সংক্রান্ত অন্য এক সমীক্ষাতেও আরবিআই জানিয়েছিল এই সেক্টরে সাম্প্রতিক দুটি বড় ধাক্কা এসেছে - বিমুদ্রাকরণ ও জিএসটি। তবে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন ও বস্টন কনসাল্টেন্সি গ্রুপের করা মিনি ও মাইক্রো বিজনেস (অর্থাত যাদের লগ্নি ২৫ লক্ষের নিচে) সংক্লান্ত গবেষণায় ভিন্ন ছবি ধরা পড়েছে। দেখা গিয়েছে ইয়ার অন ইয়ার ক্রেডিট গ্রোথে এই সেক্টরে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে।

[আরও পড়ুন:৮৫ বছর বয়সে 'সেক্স চেঞ্জ' করে মহিলা হলেন ব্রিটেনের জেমস ][আরও পড়ুন:৮৫ বছর বয়সে 'সেক্স চেঞ্জ' করে মহিলা হলেন ব্রিটেনের জেমস ]

নোটবন্দী ও জিএসটি চালুর ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি মাইক্রো ও স্মল বিজনেসগুলি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের আরটিআই-এর জবাবে আরবিআই-এর দেওয়া সাম্প্রতিক তথ্যে সেই ছবিই স্পষ্ট হল। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে ২০১৭-র মার্চ থেকে ২০১৮-র মার্চে, মাইক্রো ও স্মল বিজনেসগুলির ঋণ খেলাপের পরিমাণ ৮.২৪৯ কোটি টাকা থেকে বেড়ে ১৬,১১৮ কোটি টাকা হয়েছে।

[আরও পড়ুন:জন্মাষ্টমীতে মাতোয়ারা মায়াপুর! হাজির দেশি-বিদেশি ভক্তরা][আরও পড়ুন:জন্মাষ্টমীতে মাতোয়ারা মায়াপুর! হাজির দেশি-বিদেশি ভক্তরা]

English summary
Latest RBI figures showing that loan default margin by small businesses have doubled over the last year. Which makes it clear that micro and small businesses could not be manage the blows of demonitisation and GST yet.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X