দেশ জোড়া করোনা সংক্রমণের জের, বিমার প্রিমিয়াম জমা দেওয়ার জন্য বাড়তি সময় বরাদ্দ
দেশ জোড়া চরম আর্থিক সংকট। রিজার্ভ ব্যাঙ্ক অধীনস্ত ব্যাঙ্কগুলিকে ইএমআই-এর টাকা জমা নেওয়া তিনমাসের জন্য বন্ধ রাখতে বলেছে। এরই মধ্যে বিমাকারীদের জন্য সুখবর দিয়েছে আইআরডিএ। বিমাকারীদের প্রিমিয়াম জমা দেওয়ার জন্য আবারও ৩০ দিন বাড়তি সময় দিয়েছে তারা।

আইআরডিএ-র নির্দেশ
বিমা ক্ষেত্রে নজরদারি সংস্থা আইআরডিএ মার্চ ও এপ্রিলে থাকা বিমার প্রিমিয়াম জমার সময় আরও ৩০ দিন বাড়িয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এর আগে মার্চ মাসে জমা দেওয়া পলিসির ক্ষেত্রে সময় একমাস বাড়ানোর কথা বলেছিল আইআরডিএ। দেশ জোড়া লকডাউনের জেরে সাধারণ মানুষ সমস্যায় রয়েছে বলেও জানিয়েছিল আইআরডিএ।

সবমিলিয়ে ৬০ দিনের গ্রেস পিরিওড, লাগবে না বাড়তি সুদ
এর আগে আইআরড-িএ-র নির্দেশে বিমা জমা দেওয়ার জন্য বাড়তি ৩০ দিন দেওয়া হয়েছিল। এবার তার সঙ্গে যুক্ত হল আরও ৩০ দিন। ওই দিনের মধ্যে হলে কোনও সুদ দিতে লাগবে না বলেও জানানো হয়েছে।

ইউনিট লিঙ্কড পলিসির ক্ষেত্রে বাড়তি সুবিধা
অপর একটি নির্দেশিকায় আইআরডিএ জানিয়েছে, ইউনিট লিঙ্কড পলিসির ক্ষেত্রে ম্যাচিওর হওয়া ফান্ড ভ্যালু একসঙ্গে দেওয়া হবে। ৩১ মে, ২০২০ পর্যন্ত যেসব পলিসি ম্যাটিওর হবে সেগুলির ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানানো হয়েছে।