For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIC-র সুপারহিট পরিকল্পনা! ৪ বছরের প্রিমিয়াম, সুবিধা ১ কোটি টাকার

শেয়ার বাজারে যেমন আয় প্রচুর হয়, ঠিক তেমনই ক্ষতির সম্ভাবনাও থাকে। সেই পরিস্থিতিতে যদি কেউ এমন জায়গা খোঁজেন যেখানে অর্থ থাকবে নিরাপদে আর ভাল লাভও হবে, তাহলে এলআইসির (LIC) জীবন শিরোমণি প্রকল্পটি (Jeevan Shiromani Pla

  • |
Google Oneindia Bengali News

শেয়ার বাজারে যেমন আয় প্রচুর হয়, ঠিক তেমনই ক্ষতির সম্ভাবনাও থাকে। সেই পরিস্থিতিতে যদি কেউ এমন জায়গা খোঁজেন যেখানে অর্থ থাকবে নিরাপদে আর ভাল লাভও হবে, তাহলে এলআইসির (LIC) জীবন শিরোমণি প্রকল্পটি (Jeevan Shiromani Plan) একটি ভাল বিকল্প হতে পারে। এই প্রকল্পে ১ টাকার পরিবর্তেও প্রচুর লাভ! যা সুরক্ষার পাশাপাশি সঞ্চয়ও দেয়।

এক কোটির গ্যারান্টি

এক কোটির গ্যারান্টি

এলআইসির জীবন শিরোমনি প্রকল্পটি একটি নন-লিঙ্কড প্ল্যান। এখানে গ্রাহক ১ কোটি টাকার গ্যারান্টি পেতে পারেন। এলআইসি তার গ্রাহকদের জীবন সুরক্ষিত করতে যেসব ভাল পলিসির অফার করছে, তার মধ্যে এটি অন্যতম। এই প্রকল্পে সর্বনিম্ন রিটার্ন হল ১ কোটি টাকা। যদি কোনও গ্রাহক ১ টাকা করে ১৪ বছরের জন্য টাকা জমা করেন, তাহলে ১ কোটি টাকা পর্যন্ত রিটার্ন পাওয়া যেতে পারে।

একনজরে সম্পূর্ণ পরিকল্পনা

একনজরে সম্পূর্ণ পরিকল্পনা

এলআইসির জীবন শিরোমণি (টেবিল নং ৮৪৭) প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল ২০১৭-র ১৯ ডিসেম্বর। এটি একটি নন-লিঙ্কড, সীমিত প্রিমিয়াম পেমেন্ট মানি ব্যাক প্ল্যান। এই প্রকল্প গুরুতর অসুস্থতার জন্য কভার দিয়ে থাকে। এছাড়াও তিনটি ঐচ্ছিক রাইডার রয়েছে।

আর্থিক সহায়তা

আর্থিক সহায়তা

জীবন শিরোমণি প্রকল্পে পলিসি যিনি করছেন, পলিসির মেয়াদের মধ্যে তাঁর মৃত্যু হলে আর্থিক সহায়তা পাওয়া যায়। এই পলিসিতে পলিসিধারীদের বেঁচে থাকার ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ প্রদানের সুবিধা রয়েছে। এছাড়াও ম্যাচিওরিটির পরে এককালীন টাকাও দেওয়া হয়।

সারভাইভাল বেনিফিট

সারভাইভাল বেনিফিট

সারভাইভাল বেনিফিট অর্থাৎ পলিসি হোল্ডারদের বেঁচে থাকার জন্য একটি নির্দিষ্ট পেআউট করা হয়।
১) ১৪ বছরের পলিসির ১০ ও ১২ তম বছরে ৩০ % করে বিমাকৃত অর্থ
২) ১৬ বছরের পলিসির ১২ ও ১৪ তম বছরে ৩৫ % করে বিমাকৃত অর্থ
৩) ১৮ বছরের পলিসির ১৪ ও ১৬ তম বছরে ৪৫% করে বিমাকৃত অর্থ
৪) ২০ বছরের পলিসির ১৬ ও ১৮ তম বছরে ৪৫% করে বিমাকৃত অর্থ

ঋণও পাওয়া যাবে

ঋণও পাওয়া যাবে

এই পলিসির বিশেষত্ব হল পলিসির মেয়াদকালে গ্রাহক পলিসির সমর্পণ মূল্যের ভিত্তিতে ঋণ নিতে পারবেন। কিন্তু এই ঋণ কেবল এলআইসির শর্তাবলীতে পাওয়া যাবে। সময়ে সময়ে সিদ্ধান্ত নেওয়া সুদের হারে পলিসি ঋণ পাওয়া যাবে।

শর্তাবলী

শর্তাবলী

  • ন্যূনতম বিমাকৃত রাশি ১ কোটি টাকা
  • সর্বোচ্চ বিমাকৃত অর্থ: কোনও সীমা নেই (মূল বিমাকৃত রাশির ৫ লক্ষের গুণিতক হবে)
  • পলিসির মেয়াদ ১৪, ১৬, ১৮ ও ২০ বছর
  • ৪ বছরের মধ্যে প্রিমিয়াম জমা দিতে হবে
  • এই বিমার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর
  • এই বিমার ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৫৫ বছর-১৪ বছরের পলিসির জন্য, ৫১ বছর- ১৬ বছরের পলিসির জন্য, ৪৮ বছর-১৮ বছরের পলিসির জন্য এবং ৪৫ বছর-২০ বছরের পলিসির জন্য।

ভবিষ্যতে জাতীয় পতাকার জায়গা নিতে পারে গেরুয়া পতাকা! কর্নাটকের বিজেপি নেতার মন্তব্যে বিতর্কভবিষ্যতে জাতীয় পতাকার জায়গা নিতে পারে গেরুয়া পতাকা! কর্নাটকের বিজেপি নেতার মন্তব্যে বিতর্ক

English summary
LIC's Jeevan Shiromani Plan is giving benefit of rupees 1 crores.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X