For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজারে এল এলআইসির 'পরিবর্তিত' পেনশন প্রকল্প! মঙ্গলবার থেকে শুরু কাজ

এলআইসি পরিবর্তিত পেনশন প্রকল্প চালু করল। বাজারে আগে থেকে চালু ছিল প্রধানমন্ত্রী বয়ঃবন্দোনা যোজনা । তবে তা তুলে নেওয়া হয়। সুদের হার সহ বেশ কিছু পরিবর্তন করে তা ফের মঙ্গলবার থেকে চালু করা হয়েছে।

Google Oneindia Bengali News

এলআইসি পরিবর্তিত পেনশন প্রকল্প চালু করল। বাজারে আগে থেকে চালু ছিল প্রধানমন্ত্রী বয়ঃবন্দোনা যোজনা । তবে তা তুলে নেওয়া হয়। সুদের হার সহ বেশ কিছু পরিবর্তন করে তা ফের মঙ্গলবার থেকে চালু করা হয়েছে। ৬০ বছর বয়সের বেশি যে কেউ এই পেনশন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস! উত্তরবঙ্গে আগামী ২ দিন চলবে বৃষ্টি, জানাল হাওয়া অফিসদক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস! উত্তরবঙ্গে আগামী ২ দিন চলবে বৃষ্টি, জানাল হাওয়া অফিস

 জারি বিজ্ঞপ্তি

জারি বিজ্ঞপ্তি

এলআইসির তরফে সোমবার জানানো হয়েছে, সরকার ফের প্রধানমন্ত্রী বয়ঃবন্দোনা যোজনা চালু করছে। যা আগেকার পরিবর্তিত রূপ। বলা ভাল পরিবর্তির হারে সুদ পাওয়া যাবে। পুরো দায়িত্বে রয়েছে এলআইসি। এই প্রকল্পে সরকারের ভর্তুকি রয়েছে। তবে কোনওভাবেই এই প্রকল্পে ১৫ লক্ষের বেশি টাকা রাখা যাবে না।

পাওয়া যাবে ৩ বছরের জন্য

পাওয়া যাবে ৩ বছরের জন্য

এলআইসির তরফে জানানো হয়েছে, পরবর্তী তিন আর্থিক বছরের জন্য অর্থাৎ ২০২৩-এর মার্চ পর্যন্ত এই পলিসির জন্য আবেদন করা যাবে। অফলাইনের পাশাপাশি এলআইসির ওয়েবসাইট থেকে অনলাইনেও পলিসি কেনার সুবিধা পাওয়া যাবে।

১০ বছরের জন্য সুদ ৭.৪ শতাংশ

১০ বছরের জন্য সুদ ৭.৪ শতাংশ

যাঁরা মার্চ ২০২১-এর মধ্যে এই পলিসি কিনবেন তাঁদের জন্য এই পলিসি হবে ১০ বছর মেয়াদি। বাৎসরিক ৭.৪০ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। আগামী ১০ বছরের জন্য মাসে মাসে সুদের টাকা পাওয়া যাবে। এলআইসির তরফে জানানো হয়েছে মার্চ ২০২১-এর পরবর্তী ২ আর্থিক বছরের জন্য যাঁরা এই পলিসি কিনবেন, তাঁদের ক্ষেত্রে সুদের হার ভিন্ন হওয়ার সম্ভাবনা। যা সরকার নির্ধারণ করে দেবে।

পাওয়া যাবে ঋণও

পাওয়া যাবে ঋণও

১৫ লক্ষ টাকায় মাসে পাওয়া যাবে ৯২৫০ টাকা করে। তিন বছর পরে পলিসি বন্ধক রেখে ঋণও নেওয়া যাবে।

English summary
LIC has started modified Pension Scheme PMVVY from tuesday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X