For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও পে-ওয়ালেট থেকে আধার নম্বর বিচ্ছিন্ন করবেন, জানুন সেরা কয়েকটি উপায়

আধার নম্বর সংযোগ করা নিয়ে গত এক বছর ধরে নাভিশ্বাস ওঠার মতো অবস্থা হয়েছিল সকলের। সমানে কাস্টমার কেয়ারের ফোন, এসএমএস- তাতে লেখা এর সঙ্গে অমুক দিনের মধ্যে আধার নম্বর সংযোগ করুন ।

Google Oneindia Bengali News

আধার নম্বর সংযোগ করা নিয়ে গত এক বছর ধরে নাভিশ্বাস ওঠার মতো অবস্থা হয়েছিল সকলের। সমানে কাস্টমার কেয়ারের ফোন, এসএমএস- তাতে লেখা এর সঙ্গে অমুক দিনের মধ্যে আধার নম্বর সংযোগ করুন । আবার কোনওটাতে বলা হচ্ছিল অমুক দিনের মধ্যে আধার নম্বর সংযোগ না করা হলে পরিষেবা আর মিলবে।

 কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও পে-ওয়ালেট থেকে আধার নম্বর বিচ্ছিন্ন করবেন, জানুন সেরা কয়েকটি উপায়

আধারের যন্ত্রণা এমনই ব্যতিব্যস্ত করে তুলেছিল মানুষকে। সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় আপাতত আধার নিয়ে এই সমস্য়া থেকে মানুষকে রেহাই দিয়েছে। অনেকেই ইতিমধ্যে ব্যাঙ্ক অ্য়াকাউন্ট থেকে পে-ওয়ালেট, মোবাইল সিম-এ আধার নম্বর সংযোগ করেছেন। কিন্তু, সুপ্রিম কোর্টের রায়ে এইসব আধার নম্বর এখন বিচ্ছিন্ন করতে হবে। সুতরাং, ব্যাঙ্ক কর্তৃপক্ষ বা পে-ওয়ালেটের পরিষেবা প্রদানকারী সংস্থা আধার নম্বর বিচ্ছিন্ন করুক বা না করুক আপনি আপনার পক্ষ থেকে এই বিচ্ছিন্ন করার কাজ করতে পারেন। কী ভাবে করবেন? জানুন--
পে-ওয়ালেট থেকে আধার নম্বর বিচ্ছিন্ন করতে নিম্নলিখিত উপায়গুলি অবলম্বন করুন।
১। যে পে-ওয়ালেটের পরিষেবা নিচ্ছেন তাদের প্রথমে ফোন করুন।
২। কাস্টমার কেয়ারে কেউ ফোন ধরলে জানান, আধার নম্বর বিচ্ছিন্ন করতে চান এবং এর জন্য প্রয়োজনীয় ই-মেল পাঠাতে বলুন।
৩। কাস্টমার কেয়ার থেকে ই-মেল এলে পরের ধাপ শুরু। এই ই-মেলে আপনার আধারের একটি ফোটোকপি অ্য়াটাচড করতে বলা হবে। এপরপরেই আপনার কাছে চলে আসবে আধার নম্বর বিচ্ছিন্ন হওয়ার মেসেজ।
৪। আপনার কাছে ৭২ ঘণ্টার মধ্যে একট ই-মেলও আসবে, তাতে ই-মেল ডিলিঙ্ক করার কনফারমেশন থাকবে।
৫। পুরো প্রক্রিয়া শেষ হয়ে গেলে কাস্টমার কেয়ার থেকে ভিরফাই করে নিন যে আধার নম্বর বিচ্ছিন্ন হয়েছে কি না।

ব্যাঙ্ক থেকে আধার নম্বর বিচ্ছিন্ন করতে নিচের প্রক্রিয়াগুলো অনুসরণ করুন--
১। আপনার ব্যাঙ্কের শাখায় যান।
২। সেখানে আধার নম্বর বিচ্ছিন্ন করার একটি ফর্ম পাবেন। তা ফিল-আপ করে জমা করুন।
৩। ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাঙ্ক থেকে আপনার আধার নম্বর বিচ্ছিন্ন হওয়ার মেসেজ পেয়ে যাবেন।
৪। যদি ৪৮ ঘণ্টার মধ্যে এসএমএস না পান তাহলে ব্যাঙ্কে যোগাযোগ করে আধার নম্বর বিচ্ছিন্ন করার নির্দেশ দিন।

English summary
Supreme Court has given the verdict to delink Adhaar Number from Pay Walet and Bank. After this verdict people want to know the process of delinking Adhaar Number.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X