For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার স্লিপার ক্লাসের টিকিটে এসি কোচে ভ্রমণ! একনজরে ভাড়া-সহ অন্য বিবরণ

এবার স্লিপার ক্লাসের টিকিটে এসি কোচে ভ্রমণ! একনজরে ভাড়া-সহ অন্য বিবরণ

  • |
Google Oneindia Bengali News

রেলের দূরপাল্লার যাত্রীদের জন্য সুখবর। ভারতীয় রেলের (indian railways) উত্তর মধ্য রেল (NCR) সস্তার এসি থ্রি টিয়ার কোচের যাত্রা শুরু করেছে। ট্রেন নম্বর 02403/02404 প্রয়াগরাজ-জয়পুর-প্রয়াগরাজ ডেইলি স্পেশাল এক্সপ্রেসে এসি-থ্রি টিয়ার ইকোনমি কোচ রাখা হয়েছে। নতুন এসি কোচে প্রচলিত এসি থ্রি টিয়ার (ac3 tier) কোচে ৭২-এর পরিবর্তে ৮৩ টি আসন রয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, কোচগুলিতে ভাড়া সাধারণ এসি থ্রি-র কোচের থেকে কম হবে।

স্লিপার ক্লাসের যাত্রীদের সুবিধা

স্লিপার ক্লাসের যাত্রীদের সুবিধা

উত্তর রেলের জেনারেল ম্যানেজার আশুতোষ গঙ্গাল জানিয়েছেন, স্লিপার ক্লাসের যাত্রীদের এসি কোচের প্রতি আক্ৃষ্ট করার জন্য নতুন এসি ইকোনমি ক্লাসের কোচ তৈরি করা হয়েছে। এর উদ্দেশ্য সেই ব্যক্তিদের এসিতে ভ্রমণের সুযোগ করে দেওয়া, যাঁরা ব্যয়বহুল ভাড়ার ভয়ে কোচগুলিতে টিকিট বুক করতে পারেন না। এই নতুন AC3 ইকোনমি ক্লাসের ভাড়া AC3 কোচের তুলনায় ৮ থেকে ১০ শতাংশ কম হবে।

 নতুন কোচের অনেক বৈশিষ্ট্য

নতুন কোচের অনেক বৈশিষ্ট্য

রেলের তরফে জানানো হয়েছে, এইসব নতুন কোচে অনেক বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। এই নতুন কোচগুলিতে দুটি আসনের মধ্যে ব্যবধান কমানো হয়েছে। এখনও পর্যন্ত কোচগুলিতে ৭২ টি আসন থাকলেও AC3 ইকোনমি কোচে বার্থের সংখ্যা রয়েছে ৮৩।
রেলের তরফে আশাপ্রকাশ করা হয়েছে, এই পরিবর্তনের ফলে একদিকে যেমন রেলের আয় বৃদ্ধি পাবে, অন্যদিকে ভাড়া কমায় যাত্রীরাও এইর সুবিধা নিতে পারবেন। তবে এসি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং অন্যগুলির ভাড়ার কোনও পরিবর্তন করা হয়নি।
সাধারণ এসি কোচে প্রয়াগরাজ থেকে জয়পুরের ভাড়া ১,১৭৫ টাকা। অন্যদিকে সাধারণ স্লিপার কোচে ভাড়া ৮০০ টাকা। সেই জায়গায় এসি থ্রি ইকোনমি কোচে যাত্রী ভাড়া ১০৯৫ টাকা।

ইকোনমি ক্লাসে বড় পরিবর্তন

ইকোনমি ক্লাসে বড় পরিবর্তন

এসি থ্রি ইকোনমি ক্লাসের কোচের ভিতরে নকশার পরিবর্তন করা হয়েছে। প্রতিটি আসনের যাত্রীদের জন্য আলাকা করে এসি ডাক বসানো হয়েছে। এর সঙ্গে প্রতিটি সিটের জন্য বোতল স্ট্যান্ড, আলো এবং চার্জ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

উৎসবের আগে সুখবর, সরকার সাড়ে ৬ কোটি EPF অ্যাকাউন্টে টাকা জমা দিচ্ছে! ব্যালেন্স চেক করুনউৎসবের আগে সুখবর, সরকার সাড়ে ৬ কোটি EPF অ্যাকাউন্টে টাকা জমা দিচ্ছে! ব্যালেন্স চেক করুন

 ওয়াশ বেসিনের ডিজাইনের পরিবর্তন

ওয়াশ বেসিনের ডিজাইনের পরিবর্তন

এদিকে করোনা মহামারীর কারণে ওয়াশ বেসিনের নকশারও পরিবর্তন করা হয়েছে। এখন কোনও যাত্রী পায়ের সাহায্যে বোতাম টিপে ট্যাপ চালিয়ে ওয়াশ বেসিনে হাত ধুতে পারবেন। প্রতিবন্ধীদের সুবিধার জন্য টয়লেটেরও পরিবর্তন করা হয়েছে। কোচের ভিতরে ধোঁয়া শনাক্ত করতে এবং ইলেকট্রনিক বোর্ডের ব্যবস্থা করা হয়েছে। এই কোচগুলি ঘন্টায় ১৬০ কিমি বেগে চলার ক্ষমতা রাখে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Know details of AC three tier economy coaches as Indian Railways starts journey of these from Monday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X