For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এসবিআই গ্রাহকদের জন্য বড় সুযোগ! এই কাজটি করলেই বিনামূল্যে ২ লক্ষ টাকার সুবিধা

এসবিআই গ্রাহকদের জন্য বড় সুযোগ! এই কাজটি করলেই বিনামূল্যে ২ লক্ষ টাকার সুবিধা

  • |
Google Oneindia Bengali News

দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই (SBI)। অন্য ব্যাঙ্কের মতো এখানেও রয়েছে ডেবিট কার্ড (Debit Card) এবং জনধন অ্যাকাউন্টের (Jan Dhan Account) সুবিধা। তবে এৎানে বাড়তি সুবিধা এটাই, জনধন অ্যাকাউন্ট হোল্ডার যাঁদের ডেবিট কার্ড রয়েছে, তাঁরা ২ লক্ষ টাকার বাড়তি সুবিধা পাচ্ছেন।

কী ভাবে পাওয়া যাবে

কী ভাবে পাওয়া যাবে

এসবিআই-এর তরফ থেকে জানানো হয়েছে, জনধন অ্যাকাউন্ট খোলার সময়েই ব্যাঙ্কের তরফ থেকে বিমার পরিমাণের কথা বলে দেওয়া হয়। যেসব গ্রাহক প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে ২০১৮-র ২৮ অগাস্ট পর্যন্ত এসবিআই-এ অ্যাকাউন্ট খুলেছেন, তাঁরা রূপে কার্ডে ১ লক্ষ টাকা পর্যন্ত বিমা পাবেন। অন্যদিকে যাঁরা, ২০১৮ সালের ২৮ অগাস্টের পরে অ্যাকাউন্ট খুলেছেন তাঁরা রূপে কার্ডে ২ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনাজনিত বিমার সুবিধা পাবেন।

কারা পাবেন সুবিধা

কারা পাবেন সুবিধা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনধন প্রকল্প চালু করেছিলেন। সেই প্রকল্পের অধীনে দেশের সমস্ত রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের শাখায় এবং ডাকঘরে জনধন অ্যাকাউন্ট খোলা যায়। এই প্রকল্পের সুবিধা নিতে পারেন দরিদ্ররা। এই অ্যাকাউন্ট খুলতে কোনও টাকার প্রয়োজন হয় না। অর্থাৎ নির্দিষ্ট নথি জমা দিয়ে শূন্য ব্যালেন্সে এই অ্যাকাউন্ট খোলা যায়। আর প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে গ্রাহকরা অনেক ধরনের সুবিধা পান। এই অ্যাকাউন্ট অললাইনে খোলা যায়। আবার সেভিংস অ্যাকাউন্টকেও জনধনের পরিণত করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে রূপে কার্ড দেওয়া হয় ব্যাঙ্কের তরফ থেকে। এই কার্ড দুর্ঘটনাজনিত বিমা এবং অন্য সুবিধার জন্য ব্যবহার করা যায়।

কীভাবে আবেদন

কীভাবে আবেদন

এই সুবিধা পেতে গেলে অ্যাকউন্ট হোল্ডার কিংবা তাঁর পরিবারের সদস্যদের প্রথমে একটি ফর্ম পূরণ করতে হবে। এর সঙ্গে মৃত্যুর সার্টিফিকেটের একটি কপি দিতে হবে। যদি সেই মৃত্যুতে বোস্ট মর্টেম হয়ে থাকে, তাহলে তার নথিও জমা দিতে হবে। যাঁর অ্যাকাউন্ট, তাঁর নামে রূপে কার্ড থাকার হলফনামা স্ট্যাম্প পেপারে দিতে হবে। সমস্ত নথি মৃত্যুর ৯০ দিনের মধ্যে জমা দিতে হবে। সঙ্গে মৃত ব্যক্তির সম্পত্তির দাবিদের যে তিনিই সেই নথিও জমা দিতে হবে। সঙ্গে ব্যাঙ্কের পাসবুকের কপিও দিতে হবে।

 সুবিধা পেতে গেলে যা যা নথি জমা দিতে হবে

সুবিধা পেতে গেলে যা যা নথি জমা দিতে হবে

১) বিমার দাবির ফর্ম
২) মৃত্যুর প্রমাণপত্রের কপি
৩) যাঁর মৃত্যু হয়েছে তাঁর এবং যিনি দাবিদার তাঁর আধার কার্ডের কপি
৪) স্বাভাবিক মৃত্যু ছাড়া অন্য কোনও কারণে মৃত্যু হলে, তার পোস্ট মর্টেমের কপি
৫) এফআইআর কিংবা দুর্ঘটনার বিবণর দিয়ে পুলিশ রিপোর্টের মূল কিংবা প্রত্যয়িত নকল


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
As there are various benefits in Jan Dhan Account, this Account Holder's in SBI can get benefit of Rs 2 lakh in insurance cover
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X