For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঋণ খেলাপি সংস্থাগুলিকে কড়া বার্তা জেটলির, হয় ঋণশোধ করুন না হলে পথ ছাড়ুন

ঋণ খেলাপিদের উদ্দেশ্যে এবার কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। ঋণ খেলাপি করা সংস্থাগুলি হয় বকেয়া টাকা মিটিয়ে দিক নাহলে নতুন শিল্পোদ্যোগীদের জন্য জায়গা ছাড়ুক।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

ঋণ খেলাপিদের উদ্দেশ্যে এবার কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। ঋণ খেলাপি করা সংস্থাগুলি হয় বকেয়া টাকা মিটিয়ে দিক নাহলে নতুন শিল্পোদ্যোগীদের জন্য জায়গা ছাড়ুক। দেউলিয়া সংক্রান্ত নয়া আইনে ঋণগ্রহিতা ও ঋণদাতার সম্পর্ককে পুরোপুরি উল্টে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

[আরও পড়ুন:এবার লোন মিলবে এটিএম থেকেও, বিস্তারিত জেনে নিন][আরও পড়ুন:এবার লোন মিলবে এটিএম থেকেও, বিস্তারিত জেনে নিন]

ঋণ খেলাপি সংস্থাগুলিকে কড়া বার্তা জেটলির, হয় ঋণশোধ করুন না হলে পথ ছাড়ুন

এদিন ঋণ খেলাপি করা সংস্থাগুলিকে নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেন, দিনের পর দিন ঋণের টাকা অনাদায়ে ব্যবসা থমকে যেতে পারে। ঋণ খেলাপি ও দেউলিয়া নিয়ে একটি আলোচনাসভায় জেটলি বলেন, নয়া আইনে ঋণ বকেয়া রাখার কোনও জায়গা নেই। যাঁরা ঋণ নিচ্ছেন, তাঁদের মাথায় রাখতে হবে, তাঁরা যেন ঋণশোধ করতে পারেন। আর যদি তাঁরা ঋণশোধ করতে না পারেন তাহলে, নতুনদের জায়গা ছাড়তে হবে। নতুন শিল্পোদ্যোগীদের সেই সম্পত্তি রক্ষা করার সুযোগ দিতে হবে।

দেউলিয়া সংক্রান্ত আইন প্রণয়ন হয়েছে এক বছর হয়ে গিয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে বিচার ব্যবস্থার কী পরামর্শ দেয়, সেই অপেক্ষায় রয়েছে কেন্দ্রীয় সরকার। আদালতের পরামর্শের পরই আরও কিছু সংশোধন করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ইতিমধ্যেই ন্যাশনাল কোম্পানি ল' ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। এই ট্রাইব্যুনালের পরামর্শও নেওয়া হচ্ছে পরবর্তী সংশোধনের জন্য।

English summary
Arun Jaitley slams defaulters by saying either pay or make way for new entrepreneurs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X