For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এখন থেকে ট্রেনের টিকিট কাটা যাবে এভাবেও, মিলবে পছন্দের রেস্তোরাঁর খাওয়ার, ওলা ক্যাবও

আইআরসিটিসি-র ই-ওয়ালেট ব্যবহারকারীরা নয়া মোবাইল অ্যাপ আইআরসিটিসি রেল কানেক্ট-এর মাধ্যমে ট্রেনের টিকিট বুক করতে পারবেন বলে জানিয়েছে সংস্থাটি।

  • By Amartya Lahiri
  • |
Google Oneindia Bengali News

ট্রেনের টিকিট কাটা আরও সহজ হয়ে গেল। সৌজন্যে ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি। তারাই ভারতীয় রেলওয়ের ই-টিকিটের দিকটি দেখে। টিকিট বুকিংয়ের জন্য এই সংস্থা একটি নতুন মোবাইল অ্যাপ চালু করলো। তবে সবাই নয়, একমাত্র আইআরসিটিসি-এর ই-ওয়ালেট ব্যবহারকারীরাই 'আইআরসিটিসি রেল কানেক্ট' নামে ওই অ্যাপের মারফত ট্রেনের টিকিট কাটতে পারবেন।

এখন থেকে ট্রেনের টিকিট কাটা যাবে এভাবেও, মিলবে পছন্দের রেস্তোরাঁর খাওয়ার, ওলা ক্যাবও

ট্যুইটারে সংস্থাটি জানিয়েছে, 'এখন থেকে আইআরসিটিসির ই-ওয়ালেট ব্যবহারকারীরা মোবাইল অ্যাপ্লিকেশন 'আইআরসিটিসি রেল কানেক্ট'-এর মাধ্যমে রেল টিকেট বুক করতে পারবেন'। পেটিএম বা মোবিকুইক-এর মতো ই-ওয়ালেটে যেমন প্রয়োজন মতো রিচার্জ করা যায় তেমনই আইআরসিটিসির ওয়ালেটও ব্যবহারকারীরা রিচার্জ করতে পারেন। এতদিন এই ওয়ালেট আইআরসিটিসির অন্যান্য পরিষেবা পেতেই বাযবহার করা যেত। এবার থেকে সেই পরিষেবার তালিকায় ট্রেনের টিকিট কাটাও জুড়ল।

কিভাবে মিলবে আইআরসিটিসির এই ওয়ালেট? আইআরসিটিসি ওয়েবসাইটে নিজেদের নাম রেজিস্টার করলেই যাত্রীরা ই-ওয়ালেট ব্যবহারের সুবিধা পেতে পারেন। এই ওয়ালেটের সঙ্গে সংযুক্ত করতে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট থেকে ওয়ালেটে টাকা ভরতে হয়। প্রতি ব্যবহারকারী একেকটি ওয়ালেটের সঙ্গে পছন্দের সর্বোচ্চ ছয়টি ব্যাংক যুক্ত রাখতে পারেন। আইআরসিটিসির ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে টিকিট কাটার সময় খরচ মেটানোর জন্য যে ই-ওয়ালেট গুলির বিকল্প থাকে তার মধ্যে আইআরসিটিসির ই-ওয়ালেট অন্যতম।

শুধু ট্রেনের টিকিট কাটাই নয়, যাত্রী-পরিষেবার আরও অনেক সুবিধা পাওয়া যাবে নয়া এই মোবাইল অ্যাপটিতে। অনেক সময়ই নতুন কোনও জায়গায় গেলে ট্রেন থেকে নেমে মালপত্র নিয়ে অসুবিধায় পড়েন যাত্রীরা। ট্যাক্সি বা অ্যাপ ক্যাব পাওয়া না পাওয়াটা অনিশ্চিত থাকে। এখন থেকে রেল কানেক্ট অ্যাপের মাধ্যমে ট্রেনে বসেই ক্যাব বুক করার সুযোগ পাবেন যাত্রীরা। এজন্য আইআরসিটিসি ওলা ক্যাব সংস্থার সঙ্গে চুক্তি করেছে।

রেলের খাওয়ারের মান নিয়ে গত কয়েক বছর ধরেই বিস্তর অভিযোগ উঠেছে। যদি ট্রেনে বসেই কেউ পছন্দের রেস্তোরাঁর খাওয়ার পেতে চান, তার ব্যবস্থাও করছে আইআরসিটিসি। তবে রেল কানেক্ট অ্যাপে নয়, সেই সুবিধা পাওয়া যাবে সংস্থার আরেকটি অ্যাপ 'আইআরসিটিসি ফুড অন ট্র্যাক'-এ। সংস্থার ট্যুইটার অ্যাকাউন্টে বলা হয়, 'এখন আপনার প্রিয় খাবার মাত্র এক ক্লিক দূরে, এমনকি ট্রেন জার্নির সময়ও। আইআরসিটিসি আপনার পছন্দসই রেস্টুরেন্ট থেকে আপনার জন্য সুস্বাদু খাবার এনে দেবে।'

উপরন্তু, ট্রেনে বসে বিনা পয়সাতেও খাওয়ার পেতে পারেন। তবে সে খাওয়ারের মানের কোনও নিশ্চয়তা থাকবে না। রেলওয়ে 'নো বিল, ফ্রি ফুড' খাদ্য নীতি নিয়েছে! নতুন নীতি অনুযায়ি ট্রেনে কোনরকম খাওয়ার বিক্রয় করতে গেলে অবশ্যই বিল বা রশিদ দিতে হবে। খাওয়ারের মান নিয়ন্ত্রণ করার লক্ষ্যেই এই নীতি নেওয়া হয়েছে। বলা হয়েছে যদি কোনও বিক্রেতা ট্রেনে খাদ্য বা পানীয় বিক্রয় করে বিল না দেয়, তবে সেই খাদ্য বা পানীয় সংশ্লিষ্ট যাত্রী বিনামূল্যে গ্রহণ করতে পারেন। তাঁকে কোনও টাকা দিতে হবে না।

English summary
IRCTC e-Wallet users will be able to book train tickets through the new mobile app IRCTC Railway Connect.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X