For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিড-ডে ট্রেডে সর্বকালীন সেরা দর পেল ইনফোসিস, ইতিবাচক থাকল অন্য আইটি সংস্থাগুলিও

বিএসই-তে ইনফোসিস সর্বকালীন সেরা দর পেল। মিড-ডে ট্রেডে তাদের শেয়ারের মূল্য ছিল ৭৪৮.৩৫ টাকা। প্রতিদ্বন্দ্বী আইটি সংস্থাগুলির শেয়ারের দরও ইতিবাচক ছিল।

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার বম্বে স্টক এক্সচেঞ্জে ইন্ট্রা-ডে ট্রেডে তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিসের শেয়ারের দর সেরা ৭৪৮.৩৫ টাকায় পৌঁছে গেল। গত জুলাই সংস্থাটি প্রতি শেয়ার পিছু ১:১ অনুপাতে বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ভারতে সংস্থাটির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মিড-ডে ট্রেডে সর্বকালীন সেরা দর পেল ইনফোসিস, ইতিবাচক থাকল অন্য আইটি সংস্থাগুলিও

মঙ্গলবার বাজার খোলার সময়ে ইনফোসিসের শেয়ারের দর ছিল ৭২৩.৭০ টাকা। আগের দিন বাজার বন্ধের সময়ের দরের থেকে এ শতাংশ বেশি সূচকে শুরু করেছিল। বেলা ১২.১০-এ ৩.৭৩ শতাংশ বৃদ্ধি হয়ে দর পৌঁছে যায় ৭৪৩.৫০ টাকায়।

প্রতিদ্বন্দ্বী অন্যান্য তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির শেয়ারের দরও যথেষঅট ইতিবাচক ছিল। মিড-ডে ট্রেডে টিসিএস ও উইপ্রো সংস্থার শেয়ারের দর যথাক্রমে ২ শতাংশ ও ১.৫ শতাংশ বেড়েছে। নিফটি-তেও আইটি সাব-ইনডেক্স ২.২৭ শতাংশ উপরে ছিল।

আইটির ভালদিনে অবশ্য সার্বিক সূচক ফ্ল্যাটই ছিল। বিশ্বের বাজারে অপরিসোধিত তেলের মূল্য বৃদ্ধির চাপে, কখনও বেড়েছে, কখনও কমেছে।

[আরও পড়ুন: সর্বকালীন নেমে আরও লজ্জার রেকর্ড গড়ল ভারতীয় টাকা ][আরও পড়ুন: সর্বকালীন নেমে আরও লজ্জার রেকর্ড গড়ল ভারতীয় টাকা ]

চলতি আর্থিক বছরের প্রথম চতুর্থাংশে ইনফোসিস মোট ৩৬১২ কোটি টাকার লাভ দেখিয়েছিল। যা ওই আগের আর্থিক বছরে, একই সময়ের থেকে ৩.৭ শতাংশ শতাংশ বেশি ছিল।

English summary
Infosys share price hits all time high of Rs 748.35 on the BSE. Rival IT stocks were also in the positive note.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X