For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশীয় অর্থনীতিতে ডাঁহা ফেল ভারতীয় টাকা, তলানিতে ঠেকেছে দাম

আর কোনও দেশের মূদ্রার বোধ হয় এমন অবস্থা হয়নি। যতটা খারাপ অবস্থা ভারতীয় টাকার। দাম পড়তে পড়তে একেবারে তলানিতে এসে ঠেকেঠে। যার প্রতিফলন ঘটছে শেয়ার বাজারে।

Google Oneindia Bengali News

আর কোনও দেশের মূদ্রার বোধ হয় এমন অবস্থা হয়নি। যতটা খারাপ অবস্থা ভারতীয় টাকার। দাম পড়তে পড়তে একেবারে তলানিতে এসে ঠেকেঠে। যার প্রতিফলন ঘটছে শেয়ার বাজারে। গতকালও ডলারের তুলনায় টাকার দাম পড়েছে। তারপরেই শেয়ার বাজারে ধাক্কা। দেশের টাকার যদি বিশ্বে এই দাম হয় তাহলে অর্থনীতি আগামী ৫ বছরে ৫ ট্রিলিয়নে কী করে পৌঁছবে। মোদী-২ সরকারের প্রতিশ্রুতির কী হবে। যে আশা দেখিয়ে প্রথম বাজেটেই সারচার্জ বসেছে পেট্রোল-ডিজেলে। জিনিসের দাম ক্রমশ বাড়ছে। মধ্যবিত্তের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে সব জিনিস।

এশীয় অর্থনীতিতে ডাঁহা ফেল ভারতীয় টাকা, তলানিতে ঠেকেছে দাম

অর্থনীতিবিদরা জানিয়েছেন, গত কয়েক মাসে টাকার দাম এতোটাই পড়েছে যা বিগত চার বছরে কখনও হয়নি। তার উপরে আমেরিকার সঙ্গে বাণিজ্যিক নীতিকে ভারতের বিবাদ শুরু হয়েছে। চিনের সঙ্গে আমেরিকার সেই বিবাদ অবশ্য চরমে পৌঁছেতে। তাতে প্রভাব পড়েছে আন্দর্জাতিক বাণিজ্যে। আমেরিকা এই নিয়ে চিন এবং ভারতের উন্নয়নশীল দেশের তকমা মুছে দেওয়ার জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে দাবি জানিয়েছে। সব মিলিয়ে আন্তর্জাতিক বাণিজ্যে ভয়ঙ্কর খারাপ প্রভাব পড়তে চলেছে।

আমেরিকার সঙ্গে বিবাদ চলছিলই তার উপরে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে নতুন করে ফাটল বেড়েছে। কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্তের জেরে দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান। তাতেও প্রভাব পড়েছে টাকার দামে। এর মধ্যে একটা সুখবর এসেছে বটে। রিলায়েন্সের সঙ্গে সৌদি সংস্থা অ্যারামকোর জোট। এতে কিছুটা অর্থনৈতিক হাল ফিরলেও টাকার দামের পতনে কোনও প্রভাব পড়বে বলে মনে হয় না। কারণ শুধু মাত্র একটি সংস্থায় বিদেশি বিনিয়োগে গোটা দেশের অর্থনীতির চেহারা বদলাতে পারে না। সেকারণেই গত কয়েক মাস ধরে শেয়ার বাজারের হাল ফিরছে না।

English summary
Indian Rupee becomes asia's worst performer
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X