For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিনদিন অগ্নিমূল্য হচ্ছে সোনা, কেন এভাবে দাম বাড়ছে জানেন কি

সোনার দাম শুনলেই চমকে উঠছেন সকলে। ২৪ ক্যারেট সোনার দাম ৩৬,৩৮৬ টাকায় পৌঁছে গিয়েছে। গত বছর এই সময় এর থেকে ২৫ শতাংশ কম দাম ছিল সোনার।

Google Oneindia Bengali News

সোনার দাম শুনলেই এখন চমকে উঠছেন সকলে। ২৪ ক্যারেট সোনার দাম ৩৬,৩৮৬ টাকায় পৌঁছে গিয়েছে। গত বছর এই সময় এর থেকে ২৫ শতাংশ কম দাম ছিল সোনার। যার কোপে প্রায় সোনার গয়না কেনাই বন্ধ হতে বসেছে। মাথায় হাত পড়েছে স্বর্ণ ব্যবসায়ীদের। আর মধ্যবিত্তের কাছে তো এখন সোনা কেনা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।

কেন এই হাল?

কেন এই হাল?

কিন্তু কেন এই অবস্থা সোনার দামের? অর্থনীতিবিদদের দাবি, একাধিক আনতর্জাতিক বিষয় সোনার দামের কারণ হয়ে দাঁড়িয়েছে। যার মধ্যে অন্যতম হল চিন-আমেরিকার মধ্যে বাণিজ্যিক নীতি নিয়ে বিরোধ।

পড়েছে টাকার দামও

পড়েছে টাকার দামও

তার জুড়ি হয়েছে টাকার দামের পতন। গত কয়েক মাসে ডলারের তুলনায় টাকার দাম ক্রমশ পড়ছে। তারপরে আবার আন্তর্জাতিক আর্থিক সমৃদ্ধির হার এবার একেবারেই খারাপ।

চিন-আমেরিকার বিরোধ

চিন-আমেরিকার বিরোধ

সোনার ব্যবসার স্বর্গ যেখানে সেই আমেরিকার সঙ্গে একাধিক ইস্যুতে চিনের বাণিজ্য নীতি নিয়ে বিরোধ চলছে। আমেরিকা চিনের একাধিক পণ্যের উপর মাশুল বসানোয় সোনার আন্তর্জাতিক বাজারে সংকট তৈরি হয়েছে। যার প্রভাব পড়েছে চারটি শেয়ার বাজারে।

শেয়ার বাজারে মন্দা

শেয়ার বাজারে মন্দা

ইউরো স্টকস, নিকেই, এফটিএসই,ডো জোনস সহ একাধিক শেয়ার বাজারে মন্দা যাচ্ছে। তার প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারেও। কাজেই আন্দর্জাতিক বাজারে মন্দার কারণেই সোনার দাম চড়ছে। সোনার থেকে অর্থের বিনিয়োগেই শ্রেয় বলে মনে করছে বিনিয়োগকারীরা।

English summary
Indian gold prices have hit an all-time high, know the reason
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X