For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৭-১৮'র চতুর্থ কোয়ার্টারের বৃদ্ধি ছাপিয়ে গেল আগের সাতটি কোয়ার্টারকে

সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস (সিএসও) ৩১ মে প্রকাশিত ন্যাশলাল অ্যাকাউন্টস ডাটা-য় বলেছে, ২০১৭-১৮ আর্থিক বছরের চতুর্থ কোয়ার্টারে জিডিপি বৃদ্ধির হার ছিল ৭.৭ শতাংশ।

Google Oneindia Bengali News

নোট বাতিল ও জিএসটি লাগুর জোড়া ধাক্কা সামলে ধীরে ধীরে ট্র্যাকে ফিরছে ভারতীয় অর্থনীতি। ৩১ মে প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী ২০১৭-১৮ আর্থিক বছরের জানুয়ারি-মার্চ কোয়ার্টারে জিডিপি বৃদ্ধির হার ছিল ৭.৭ শতাংশ। গত সাতটি কোয়ার্টারের এই পরিমাণ বৃদ্ধি দেখা যায়নি। তবে সামগ্রিকভাবে ২০১৭-১৮ আর্থিক বছরে অর্থনৈতিক বৃদ্ধির হার কমেছে। এই আর্থিক বছরে অর্থনৈতিক বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৬.৭ শতাংশ। ২০১৬-১৭ সালে কিন্তু এই বৃদ্ধির হার ছিল ৭.১ শতাংশ।

চতুর্থ কোয়ার্টারের বৃদ্ধি আগের ৭টি কোয়ার্টারের বেশি

এই বৃদ্ধির মূল কারণ হিসেবে বলা হচ্ছে ম্যানুফ্যারচারিং, কনস্ট্রাকশন, সার্ভিস সেক্টর ও কৃষি-উৎপাদন ক্ষেত্রের ব্যাপক সম্প্রসারণের কথা। এদিন সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস (সিএসও), ন্যাশলাল অ্যাকাউন্টস ডাটা প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, '২০১১-১২'র মূল্যে জিডিপি গ্রহন করে ২০১৭-১৮ সালের চতুর্থ কোয়ার্টারে বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.৭ শতাংশ। যেখানে, ২০১৭-১৮'র প্রথম তিন কোয়ার্টারে বৃদ্ধির হার ছিল যথাক্রমে, ৫.৬ শতাংশ, ৬.৩ শতাংশ এবং ৭ শতাংশ। কৃষি (৪.৫ শতাংশ), উৎপাদন (৯.১ শতাংশ) এবং নির্মাণ (১১.৫শতাংশ) ক্ষেত্রের দ্রুত সম্প্রসারণ সামগ্রিক বৃদ্ধিতে মুখ্য অবদান রেখেছে।'

২০১৭-১৮'র জানুয়ারি-মার্চ কোয়ার্টারের আগে এর চেয়ে বেশি জিডিপি বৃদ্ধি হয়েছিল ২০১৬-১৭'র এপ্রিল-জুন কোয়ার্টারে। ওই কোয়ার্টারে বৃদ্ধির হার ছিল 8.1%। সেখানে 2016-17'র জানুয়ারি-মার্চ'এ বৃদ্ধি ছিল মাত্র 6.1%। প্রসঙ্গত, ২০১৬ সালের ৮ নভেম্বর কেন্দ্রীয় সরকার আচমকা অধিক মূল্যের নোটগুলি বাতিল বলে ঘোষণা করে। তার আগে অবধি বিশ্বে ভারত 'ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি'-র তকমা পেয়েছিল।

English summary
The CSO said in its national accounts data released on May 31, that, Indian economy grew 7.7% in quarter four of the economic year 2017-18.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X