রান্নার গ্যাসের মূল্য নিয়ন্ত্রণ থেকে হাত তুলছে কেন্দ্র! কবে থেকে বদলাচ্ছে সিদ্ধান্ত
ভারতে গ্যাসের ওপর সরকারের মূল্য নির্ধারণ প্রক্রিয়া আস্তে আস্তে শিথিল করা হবে। ছেড়ে দেওয়া হবে বাজারের ওপর। এমনটাই ইঙ্গিত করেছেন পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বর্তমানের জ্বালানি তেলের দাম নির্ধারণ করে তেল সংস্থাগুলি।
এখন বিবৃতি দেওয়ার সময় নয়! ত্রাণে দুর্নীতি নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে আক্রমণ রাজ্যপালের

সেপ্টেম্বর-অক্টোবরে জ্বালানির চাহিদা পৌঁছবে আগে জায়গায়
পেট্রোলিয়ামমন্ত্রী আরও বলেছেন, ২০১৯-এর জুনে দেশে জ্বালানি তেলের চাহিদার ৮৫ শতাংশ আমদানি করা হত। এখনই সেই পরিস্থিতি বজায় রয়েছে। তিনি বলেন, কেবল মাত্র বিমানের জ্বালানি বাদ দিলে, এবছরের সেপ্টেম্বর, অক্টোবর নাগাদ দেশে তেলের চাহিদা করোনা ভাইরাসের আগের জায়গায় পৌঁছে যাবে বলে মন্তব্য করেছেন তিনি।

৭ জুন থেকে টানা দাম বৃদ্ধি পেট্রোল, ডিজেলের
একটানা ৮২ দিন তেলের দামে নিম্নগতি বজায় থাকার পর দেশের তেল কোম্পানিগুলি ৭ জুন থেকে বাড়িয়ে চলেছে তেলের দাম। এখনও পর্যন্ত এই ২১ দিনে কলকাতায় পেট্রোল ও ডিজেলে যথাক্রমে ৯.৯০ টাকা ও ৮.৭৫ টাকা বৃদ্ধি পেয়েছে। কলকাতায় এদিন ডিজেল ও পেট্রোলে লিটার পিছু বেড়েছে যথাক্রমে ১৮ ও ২৩ পয়সা।
মুম্বইয়ে এদিন পেট্রোল ও ডিজেলের দাম হয়েছে যথাক্রমে লিটার পিছু ৮৬.৯১ ও ৭৮.৫১ টাকা। চেন্নাইতে ৮৩.৩৭ ও ৭৭.৪৪ টাকা। কলকাতায় ৮২.০৫ ও ৭৫.৫২ টাকা।

প্রতিমাসেই বাড়ে, কমে গ্যাসের মূল্য
১ জুন নয়াদিল্লিতে এই দামবৃদ্ধি সিলিন্ডার পিছু ৬৫ টাকা। কলকাতা তথা পশ্চিমবঙ্গে এই দাম বেড়েছে ৩১.৫০ টাকা। মুম্বইয়ে দাম মৃদ্ধি হয়েছে ১১ টাকা। আর চেন্নাইয়ে দাম বৃদ্ধি ৩৭ টাকা। কলকাতায় দাম দাঁড়িয়েছে ৬১৬.৫০ টাকা। মে মাসে সিলিন্ডার পিছু ১৯০ টাকা কমেছিল গ্যাসের মূল্য।