For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৮-য় সবচেয়ে দ্রুততম অর্থনৈতিক বৃদ্ধি হবে ভারতের, মোদী সরকারের মুখে হাসি ফোটাল আইএমএফ

আইএমএফ এক রিপোর্ট পেশ করে বুধবার জানিয়েছে, ভারত ২০১৮ সালে সারা বিশ্বে সবচেয়ে দ্রুতলয়ে বেড়ে চলা অর্থনীতির দেশ হবে।

  • |
Google Oneindia Bengali News

দ্য ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড বা আইএমএফ এক রিপোর্ট পেশ করে বুধবার জানিয়েছে, ভারত ২০১৮ সালে সারা বিশ্বে সবচেয়ে দ্রুতলয়ে বেড়ে চলা অর্থনীতির দেশ হবে। এবছর বৃদ্ধির হার থাকবে ৭.৪ শতাংশ। এবং ২০১৯ সালে তা বাড়বে ৭.৮ শতাংশ হারে। আগামিদিনে এশিয়ার অর্থনীতি সবচেয়ে দ্রুতগতিতে বাড়তে চলেছে। আর তাতে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে চিন ও ভারতের। আইএমএফ বলছে, আগামী দুই বছরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি যেমন তরান্বিত হবে, তেমনই চিনের বৃদ্ধি কিছুটা কমে আসবে।

আইএমএফের এশিয়া প্যাসিফিক রিজিওনাল ইকোনমিক আউটলুক রিপোর্ট বলছে, ভারত নোট বাতিল ও জিএসটি বা পণ্য ও পরিষেবা করের প্রভাব কাটিয়ে উঠেছে। সেই অবস্থা কাটিয়ে উন্নতির পথে এগিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি। ভোগ্যপণ্যের মুদ্রাস্ফীতির হার সামান্য বৃদ্ধির একটা ধাক্কা থাকলেও রিজার্ভ ব্যাঙ্ক মুদ্রাস্ফীতি আটকাতে সচেষ্ট হয়েছে ও সদর্থক ভূমিকা নিয়েছে। ভোগ্যপণ্যের দাম ৩.৬ শতাংশ হারে ২০১৭ সালে বেড়েছে। ২০১৮-২০১৯ সালে তা পাঁচ শতাংশ হারে বাড়বে বলে মনে করা হচ্ছে। বর্তমান আর্থিক ঘাটতি আরও কিছুটা বাড়তে পারে বলে আইএমএফ মনে করছে। পাশাপাশি এই অর্থবর্ষে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আরও বাড়বে যার ফলে সেই ঘাটতি পুষিয়ে যাবে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের পরই সবচেয় দ্রুতগতিতে বেড়ে চলা অর্থনীতির দেশ হিসাবে বাংলাদেশকে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশেরও ৭ শতাংশ হারে বৃদ্ধি হচ্ছে। শ্রীলঙ্কার অর্থনীতি ২০১৮ সালে ৪ শতাংশ ও ২০১৯ সালে ৪.৫ শতাংশ হারে বাড়বে। পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশগুলির কথা আইএমএফ রিপোর্টে উল্লেখ করা নেই। রিপোর্ট বলছে, সারা বিশ্বে এশিয়ার দেশগুলি সবচেয়ে দ্রুতগতিতে উন্নতি করছে। ৬০ শতাংশ বৃদ্ধি আসছে এখান থেকেই। আর এই বৃদ্ধির চার ভাগের তিনভাগই আনছে ভারত ও চিন মিলিতভাবে। চিনের অর্থনীতি যেমন যেমন ২০১৮ সালে ৬.৬ শতাংশ হারে ও ২০১৯ সালে ৬.৪ শতাংশ হারে বাড়বে বলে আইএমএফ জানিয়েছে।

আইএমএফের এশিয়া প্যাসিফিক রিজিওনাল ইকোনমিক আউটলুক রিপোর্ট বলছে, ভারত নোট বাতিল ও জিএসটি বা পণ্য ও পরিষেবা করের প্রভাব কাটিয়ে উঠেছে। সেই অবস্থা কাটিয়ে উন্নতির পথে এগিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি।

ভোগ্যপণ্যের মুদ্রাস্ফীতির হার সামান্য বৃদ্ধির একটা ধাক্কা থাকলেও রিজার্ভ ব্যাঙ্ক মুদ্রাস্ফীতি আটকাতে সচেষ্ট হয়েছে ও সদর্থক ভূমিকা নিয়েছে। ভোগ্যপণ্যের দাম ৩.৬ শতাংশ হারে ২০১৭ সালে বেড়েছে। ২০১৮-২০১৯ সালে তা পাঁচ শতাংশ হারে বাড়বে বলে মনে করা হচ্ছে।

বর্তমান আর্থিক ঘাটতি আরও কিছুটা বাড়তে পারে বলে আইএমএফ মনে করছে। পাশাপাশি এই অর্থবর্ষে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আরও বাড়বে যার ফলে সেই ঘাটতি পুষিয়ে যাবে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের পরই সবচেয় দ্রুতগতিতে বেড়ে চলা অর্থনীতির দেশ হিসাবে বাংলাদেশকে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশেরও ৭ শতাংশ হারে বৃদ্ধি হচ্ছে। শ্রীলঙ্কার অর্থনীতি ২০১৮ সালে ৪ শতাংশ ও ২০১৯ সালে ৪.৫ শতাংশ হারে বাড়বে। পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশগুলির কথা আইএমএফ রিপোর্টে উল্লেখ করা নেই।

রিপোর্ট বলছে, সারা বিশ্বে এশিয়ার দেশগুলি সবচেয়ে দ্রুতগতিতে উন্নতি করছে। ৬০ শতাংশ বৃদ্ধি আসছে এখান থেকেই। আর এই বৃদ্ধির চার ভাগের তিনভাগই আনছে ভারত ও চিন মিলিতভাবে। চিনের অর্থনীতি যেমন যেমন ২০১৮ সালে ৬.৬ শতাংশ হারে ও ২০১৯ সালে ৬.৪ শতাংশ হারে বাড়বে বলে আইএমএফ জানিয়েছে।

English summary
The International Monetary Fund (IMF) reaffirmed on Wednesday that India will be the fastest growing major economy in 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X