For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রিটেনের মাটিতে পা রাখল ভারতীয় ট্যাক্সি স্টার্টআপ! প্রধান প্রতিদ্বন্দ্বী উবারই

ভারতের বেঙ্গালুরুর ট্যাক্সি স্টার্টআপ ওলা তার ব্যবসা যুক্তরাজ্যে প্রসারিত করছে। তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী উবের।

Google Oneindia Bengali News

'উবার'-এর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই 'ওলা'-র। অস্ট্রেলিয়ার পর এবার এই ভারতীয় ট্যক্সি পরিষেবা স্টার্টআপটি পারি দিচ্ছে ইউনাইটেড কিংডমেও। মঙ্গলবার এক বিবৃতি প্রকাশ করে 'ওলা' সংস্থা জানিয়েছে সাউথ ওয়েলস ও গ্রেটার ম্যাঞ্চেস্টার এলাকায় তারা ব্যবসা করার লাইসেন্স পেয়েছে।

ব্রিটেনের মাটিতে ভারতীয় ট্যাক্সি স্টার্টআপ!

সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে আগামী মাসের মধ্যেই ওই ,দুই এলাকায় পরিষেবা দেওয়া শুরু করে দেবে তারা। ভাড়া গাড়ি ও মিটার লাগানো ব্ল্যাক ক্যাব দুই ধরণের পরিষেবাই মিলবে। সেই জন্য কার্ডিফ, নিউপোর্ট, গ্ল্যামারগন এলাকার গাড়ির মালিকর আহ্বান জানানো হচ্ছে। তবে ২০১৮ সালের মধ্যেই গোটা ইউকেতেই পরিষেবা চালু করে দেওয়ার লক্ষ্য নিয়েছে ওলা।

ভারত ও অস্ট্রেলিয়ার মতোই ইউকেতেও ওলার সবচেয়ে বড় প্রতিযোগী উবার। কিন্তু বর্তমানে ইউকে-তে উবার নানান সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। বেশ কয়েকটি শহরে তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। চলতি বছরের মার্চে ব্রাইটন জানিয়েছে ওলার পরিষেবা মানানসই ও যথাযথ নয়। ব্রিটিশ রাজধানী লন্ডনেও গত বছরের সেপ্টেম্বরে উবের সংস্থার লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছিল। এই বছরের জুনে ১৫ মাসের প্রোবেশনারি লাইসেন্স দেওয়া হয়েছে।

কাজেই ইউকে-তেও উবারকে জোর চ্যালেঞ্জের মুখে ফেলতে চলেছে বেঙ্গালুরুর এই স্টার্টআপটি। তবে এতে তাদের ব্যালেন্স শিটে খানিক প্রভাব পড়বে বলে জানিয়েছে সংস্থাটি। কারণ বিদেশে নতুন দেশে বাজার ধরতে প্রাথমিকভাবে যাত্রী ও চালক দুই তরফকেই চড়া হারে ছাড় দিতে হবে।

English summary
India’s Bengaluru based taxi startup Ola is going to expand its business to United Kingdom. Their biggest rival there is Uber.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X