For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিএসটির ধাক্কা, তিনবছরে সর্বনিম্ন জিডিপি নামল ৫.৭ শতাংশে

ভারতের জিডিপি নেমে গেল অনেকটাই। তিনবছরে সর্বনিম্নে নেমে তা পৌঁছল ৫.৭ শতাংশে।

  • |
Google Oneindia Bengali News

২০১৭-১৮ আর্থিক বর্ষে ভারতের জিডিপি নেমে গেল অনেকটাই। তিনবছরে সর্বনিম্নে নেমে তা পৌঁছল ৫.৭ শতাংশে। আগের কোয়ার্টারে তা ছিল ৬.১ শতাংশ। জিএসটি বলবৎ করার ধাক্কাতেই জিডিপি এতটা কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জিএসটির ধাক্কা, তিনবছরে সর্বনিম্ন জিডিপি নামল ৫.৭ শতাংশে

উৎপাদন শিল্পে সবচেয়ে বেশি ধাক্কা লেগেছে। ৫.৩ শতাংশ থেকে তা জিএসটির ধাক্কায় ১.৩ শতাংশে এসে দাঁড়িয়েছে। গতবছরে এই সময়ে ভারতের জিডিপি ছিল ৭.৯ শতাংশ। সেখান থেকে ২ শতাংশের বেশি নিম্নগামী হয়েছে জিডিপি।

গতবছরের শেষের দিকে নোট বাতিলের ফলে সারা দেশে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই জুলাইয়ের শুরুতেই জিএসটি বলবৎ করা হয় সারা দেশে। যার ফলে ফের একবার ব্যবসা মার খায় দেশ জুড়ে। এই দুইয়েরই সবচেয়ে বেশি প্রভাব জিডিপির উপরে পড়েছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন।

এই ইস্যুতে ফের একবার বিরোধীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনায় সরব হবেন সন্দেহ নেই। দেশ থেকে দুর্নীতি ও কালো টাকা সরাতে সারা দেশের মোট নোটের ৮৬ শতাংশ একঝলকায় বাতিল করে দিয়েছিলেন তিনি। তারপরে আরবিআইয়ের রিপোর্ট বলছে, ৯৯ শতাংশ নোটই ব্যাঙ্কিং মাধ্যমে ফেরত এসেছে।

মোদী সরকার বলেছিল, অন্তত ৩ লক্ষ কোটি টাকা যা কালো টাকা ভাবা হয়েছে তা সম্ভবত ব্যাঙ্কে ফেরত আসবে না। অথচ দেখা যাচ্ছে, প্রায় পুরোটাই ব্যাঙ্কে ফেরত এসেছে। এদিকে জিডিপিও নিম্নমুখী যা দেশের অর্থনীতির দিক থেকে সুখকর বিষয় নয়। সারা দেশে জিডিপি চালু করা নিয়ে যে সংশয় ছিল তার প্রভাব জিডিপিতে পড়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই ধাক্কা মোদী সরকার কীভাবে সামলায় সেটাই এখন দেখার।

English summary
India Q1 GDP growth slumps to 5.7%, hit by GST, Narendra Modi govt on pressure
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X