For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিডিপির ইন্দ্রপতনে চিনের থেকে অনেকটাই পিছিয়ে পড়ল ভারত

জিডিপির প্রশ্নে ভারত পিছিয়ে পড়েছে চিনের থেকে। চিনের এই মুহূর্তে জিডিপি ৬.৯। সেখানে ভারত অনেকটাই পিছিয়ে বলে অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।

  • |
Google Oneindia Bengali News

এপ্রিল থেকে জুনের ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৫.৭ শতাংশে নেমে এসেছে। নোট বাতিলের ধাক্কা সামাল দেওয়া তো যায়নি, উল্টে জিএসটি বলবৎ হওয়ায় জিডিপির একেবারে ইন্দ্রপতন হয়েছে।

জিডিপি বৃদ্ধির ইন্দ্রপতনে চিনের থেকে অনেকটাই পিছিয়ে পড়ল ভারত

এর ফলে ফের একবার জিডিপির প্রশ্নে ভারত পিছিয়ে পড়েছে চিনের থেকে। চিনের এই মুহূর্তে জিডিপি ৬.৯। সেখানে ভারত অনেকটাই পিছিয়ে বলে অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।

জিভিএ বা গ্রস ভ্যালু অ্যাডেড এপ্রিল-জুন ত্রৈমাসিকে ৫.৬ শতাংশ বেড়েছে। এমনটাই জানাচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিসটিক্স অফিসের তথ্য। ২০১৬-১৭ সালে প্রথম ত্রৈমাসিকে ভারতের জিডিপি ছিল ৭.৯ শতাংশ। দ্বিতীয় ত্রৈমাসিকে তা নেমে ৭.৫ শতাংশে দাঁড়ায়। সেইমতো ২০১৬-১৭ সালে জিভিএ প্রথম ত্রৈমাসিকে ৭.৬ শতাংশ ও দ্বিতীয় ত্রৈমাসিকে ৬.৮ শতাংশ ছিল।

তবে আশঙ্কার কারণ হচ্ছে উৎপাদন ক্ষেত্রে বৃদ্ধি কমে এপ্রিল-জুন ত্রৈমাসিকে ১.২ শতাংশে এসে দাঁড়িয়েছে। যা গত জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে ৫.৩ শতাংশ ছিল। যদিও অর্থমন্ত্রী অরুণ জেটলি আশাপ্রকাশ করেছেন যে অর্থনীতি ২০১৮ আর্থিক বর্ষে ৭ শতাংশে পৌঁছবে। আগামী কয়েকটি ত্রৈমাসিকেই অবস্থা সামাল দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

পাশাপাশি 'পাবলিক ফাইনাল কনজামশন এক্সেন্ডিচার' এর বৃদ্ধির হারও আগের ত্রৈমাসিকের চেয়ে কমে গিয়েছে। জানুয়ারি-মার্চে যা ছিল ৭.৩ শতাংশ তা এপ্রিল-জুনে কমে হয়েছে ৬.৬ শতাংশ।

English summary
India lagged China in terms of growth in gross domestic product (GDP) for the second consecutive quarter. The Chinese economy expanded 6.9 per cent in each quarter.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X