For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নোট বাতিলের প্রভাব পড়েনি , ভারতের আর্থিক বৃদ্ধি সবচেয়ে দ্রুত, চিন দ্বিতীয় স্থানে

নোট বাতিল সত্ত্বেও ভারতের আর্থিক বৃদ্ধিতেত ততটা প্রভাব পড়েনি। আর সে কারণেই দেশের জাতীয় উৎপাদন বা জিডিপি তৃতীয় কোয়ার্টারে ৭ শতাংশের উপরেই থাকবে।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি : নোট বাতিল সত্ত্বেও ভারতের আর্থিক বৃদ্ধিতেত ততটা প্রভাব পড়েনি। আর সে কারণেই দেশের জাতীয় উৎপাদন বা জিডিপি তৃতীয় কোয়ার্টারে ৭ শতাংশের উপরেই থাকবে। অর্থাৎ বিশ্বের মধ্যে ভারতই সবচেয়ে দ্রুত আর্থিক বৃদ্ধির দেশ। এদিক থেকে পিছনে ফেলে দিয়েছে চিনকেও। ভারতের পর চিন রয়েছে দ্বিতীয় স্থানে।

প্রথম কোয়ার্টার অর্থাৎ এপ্রিল-জুনে দেশে জিডিপি-র হার ছিল ৭.২ শতাংশ। দ্বিতীয় কোয়ার্টার অর্থাৎ জুলাই-সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় ৭.৪-এ। তৃতীয় কোয়ার্টারের মাঝে অর্থাৎ অক্টোবর-ডিসেম্বরের মধ্যেই ৮ নভেম্বর নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সিদ্ধান্তের জেরে ভারতের অর্থনীতিতে বড়সড় ধাক্কা লাগতে পারে বলে অনুমান করা হচ্ছিল।

নোট বাতিলের প্রভাব পড়েনি , ভারতের আর্থিক বৃদ্ধি সবচেয়ে দ্রুত, চিন দ্বিতীয় স্থানে

কেন্দ্রীয় অর্থসচিব শান্তিকান্ত দাস বলেন, "তাৎক্ষণিক প্রভাব পড়েছিল নোট বাতিলের। তবে কেউ কেউ এর প্রভাব নিয়ে অতিকায় ভেবেছিলেন। তবে তা বাস্তব নয় এটাই সন্তোষজনক। আমরা ৭ শতাংশের বেশিতে থাকা জিডিপি দেশই থাকছি।"

এখনও পর্যন্ত মোটামুটি যা হিসাব, তাতে চলতি আর্থিক বছরে এ দেশে বৃদ্ধির হার দাঁড়াবে ৭.১ শতাংশে। সেন্ট্রাল স্ট্যাটিস্টিক অফিস তথা সিএসও এমনটাই জানিয়েছে। যদিও রয়টার্সের পূর্বাভাস ছিল নোট বাতিলের জেরে তৃতীয় কোয়ার্টারে দেশে বৃদ্ধির হার কমে দাঁড়াবে ৬.৪। যা হয়নি। অথচ চিনের মতো দেশে তৃতীয় কোয়ার্টারে জিডিপি-র হার ৬.৮ শতাংশ।

English summary
India Fastest Growing Economy Despite Notes Ban, China Second
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X