For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অন্ন-বিতরণের পর মিউজিকাল ফাউন্টেন শো! পুত্র-পুত্রবধূর জন্য সশস্ত্র বাহিনীর আশীর্বাদ চান আম্বানি

গত ৬ মার্চ প্রায় ২০০০ দরীদ্র শিশুর মুখে খাবার তুলে দিয়ে সকল মুম্বইকরের জন্য ধীরভাই আম্বানি স্কোয়ারকে উৎসর্গ করেছিলেন মুকেশ এবং নিতা আম্বানি। সেই দিয়ে শুরু হয়েছিল

Google Oneindia Bengali News

গত ৬ মার্চ প্রায় ২০০০ দরীদ্র শিশুর মুখে খাবার তুলে দিয়ে সকল মুম্বইকরের জন্য ধীরভাই আম্বানি স্কোয়ারকে উৎসর্গ করেছিলেন মুকেশ এবং নিতা আম্বানি। সেই দিয়ে শুরু হয়েছিল আম্বানি-পুত্র আকাশ ও শ্লোকের বিবাহের অনুষ্ঠান এবার, ১২ মার্চ ভারতের সশস্ত্র বাহিনী, পুলিশ এবং তাদের পরিবারের প্রায় ৭০০০ সদস্যের জন্য দুটি বিশেষ মিউজিক্যাল ফাউন্টেন অনুষ্ঠান আয়োজন করছেন তাঁরা। আম্বানিরা জানিয়েছেন এটা নিরাপত্তা বাহিনীর প্রতি তাঁদের শ্রদ্ধা প্রদর্শন। তাঁরা চান সশস্ত্র বাহিনীর সদস্যরা আকাশ এবং শ্লোক-কে আশীর্বাদ করুন।

অন্ন-বিতরণের পর মিউজিকাল ফাউন্টেন শো! পুত্র-পুত্রবধূর জন্য সশস্ত্র বাহিনীর আশীর্বাদ চান আম্বানি

এই অনুষ্ঠানে বাদ্যযন্ত্রের তালে তালে রঙিন ঝর্ণার ওঠানামা ও মঞ্চে দর্শনীয় নৃত্য-প্রদর্শন হবে। সেই সঙ্গে ঠিক মঞ্চ এবং ঝর্ণার উপরে এরিয়াল ডান্স হবে। অর্থাত সঙ্গীতের মুর্চ্ছনায় একই সঙ্গে জল, পৃথিবী এবং আকাশের সমতাকে তুলে ধরা হবে। ১৫০-এরও বেশি ভারতীয় ও আন্তর্জাতিক শিল্পী এতে অংশ নেবেন। রাধা-কৃষ্ণে বৃন্দাবনের গোপিকাদের রাশলীলার উপর ভক্তিমূলক ও ঐতিহাসিক থিমের অনুষ্ঠানটি সাজানো হয়েছে।

অন্ন-বিতরণের পর মিউজিকাল ফাউন্টেন শো! পুত্র-পুত্রবধূর জন্য সশস্ত্র বাহিনীর আশীর্বাদ চান আম্বানি

এই অনুষ্ঠানও আয়োজিত হবে ধীরভাই আম্বানি স্কোয়ারেই। মুম্বইয়ের বিকেসি-তে জিও ওয়ার্ল্ড সেন্টারের গেটওয়েতে অবস্থিত ধীরুভাই আম্বানি স্কোয়ারে একসঙ্গে অনেক মানুষের জমায়েত হতে পারে। এটি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মুম্বইবাসীরা ব্।বহার করতে পারবেন। এই স্কোয়ারে ৬০০ এলইডি লাইট, 'মিস্ট এমিটার', 'ফায়ার এফেক্টস' ৩৯৩ ঝর্ণা আছে যা ৪৫ ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে।

অনুষ্ঠান সম্পর্কে নিতা অ্যাম্বানি জানিয়েছেন, দেশের নিরাপত্তা যাঁরা সুনিশ্চিত করেন, তাঁদের সম্মানিত করতে পেরে তাঁরা গর্বিত। ধীরুভাই আম্বানি স্কোয়ারে এই বিশেষ অনুষ্ঠান করার জন্য তাঁরা উন্মুখ হয়ে আছেন।

English summary
Mukesh and Nita Ambani will organise two special Musical Fountain shows for nearly 7000 members of India’s armed forces, police and their families on Tuesday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X