For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIC-র সরল পেনশন স্কিম : একবার প্রিমিয়ামে সারা জীবন পেনশন

LIC-র সরল পেনশন স্কিম : একবার প্রিমিয়ামে সারা জীবন পেনশন

  • |
Google Oneindia Bengali News

রাষ্ট্রায়ত্ত জীবন বিমা এলআইসি (LIC) একটি পেনশন প্ল্যান নিয়ে এসেছে। এলআইসির 'সরল পেনশন' (Saral Pension) -এ পলিসি হোল্ডাররা একবার প্রিমিয়াম দিয়ে আজীবন পেনশন পেতে পারেন। অর্থাৎ একবার প্রিমিয়াম দিতে হবে আর জীবিত কালে বছরের পর বছর ধরে পেনশন পেয়ে যাবেন।

সরল পেনশনে দুটি বিকল্প

সরল পেনশনে দুটি বিকল্প

এলআইসির এই সরল পেনশন প্ল্যানে পলিসিধারীরা দুটি বিকল্প বেছে নিতে পারবেন। প্রথম বিকল্পটি সারাজীবনের জন্য। আর দ্বিতীয় বিকল্পটি জয়েন্ট লাইফ লাস্ট সারভাইভার অ্যানুইটির জন্য। প্রথম বিকল্পে যতদিন পলিসিধারী জীবিত থাকবেন, ততদিন তিনি বছর বছর অর্থ পেয়ে যাবেন। পলিসিধারীর মৃত্যু হলে এই অর্থ প্রদান বন্ধ হয়ে যাবে এবং নমিনিকে ১০০% অর্থ ফেরত দেওয়া হবে। দ্বিতীয় বিকল্পে পলিসি হোল্ডার বা তাঁর স্ত্রীকে জীবিত থাকা পর্যন্ত বার্ষিক অর্থ প্রদান করা হয়। এক্ষেত্রে দ্বিতীয় বিকল্পটি স্ত্রীর সঙ্গে নেওয়া যেতে পারে।

 বয়স হতে হবে ৪০ থেকে ৮০ বছরের মধ্যে

বয়স হতে হবে ৪০ থেকে ৮০ বছরের মধ্যে

এলআইসির নতুন এই প্ল্যানটি বেছে নিতে গেলে বয়স কমপক্ষে ৪০ বছর হতে হবে। এক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৮০ বছর। অর্থাৎ ৮০ বছর বয়স পর্যন্ত সুবিধা নেওয়া যাবে। সরল পেনশন প্ল্যানে বার্ষিক ছাড়াও বছরে দুবার, প্রতি তিনমাসে একবার কিংবা মাসিক ভিত্তিতে অ্যানুইটির বিকল্প পাওয়া যায়। এলআইসির পলিসি ডকুমেন্ট অনুসারে, পলিসি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পলিসিধারক একটি গ্যারান্টিযুক্ত টারা বার্ষিক হারে পেয়ে থাকেন। তিনি বেঁচে থাকার সময় পর্যন্ত এটি দিতে থাকবে এলআইসি।

কত টাকায় পেনশন কত

কত টাকায় পেনশন কত

একজন ব্যক্তির বয়স যদি ৬০ বছর হয় এবং তিনি যদি এই পেনশন প্ল্যানে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করে বার্ষিক বোড মেছে নেন, তাহলে তিনি পেনশন হিসেবে বছরে পাবেন ৫৮,৯৫০ টাকা।

অফলাইন ও অনলাইনে পাওয়া যাবে

অফলাইন ও অনলাইনে পাওয়া যাবে

এই প্ল্যান অফলাইনে ছাড়াও অনলাইনেও কেনা যাবে। অনলাইনে কিনতে গেলে সেই ব্যক্তিকে এলআইসির ওয়েবসাইট www.licindia.in-এ যেতে হবে।

English summary
In LIC's Saral Pension Yojana one can get Whole life pension at one time premium
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X