For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাত্র ১২১ টাকা জমা দিন আর LIC-র স্কিমে মেয়ের বিয়ের জন্য ২৭ লক্ষ টাকা পেয়ে যান

মাত্র ১২১ টাকা জমা দিন আর LIC-র স্কিমে মেয়ের বিয়ের জন্য ২৭ লক্ষ টাকা পেয়ে যান

  • |
Google Oneindia Bengali News

যদি আপনার কন্যা থাকে, তাহলে একটি সুখবর আছে। এলআইসি (lic) নতুন একটি পলিসি (policy) নিয়ে এসেছে, নাম হল এলআইসি কন্যাদান পলিসি (lic's kanyadan policy)। এই পলিসি নিলে আপনি মেয়ের বিয়ের দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারেন। এই পলিসি কেবল কন্যাদের বিয়ের জন্য চালু করা হয়েছে।

যেসব নথি লাগবে

যেসব নথি লাগবে

এই পলিসি নিতে গেলে অবশ্যই অন্য পলিসির মতো ফর্ম পূরণ করতে হবে। লাগবে আধার কার্ড, বয়সের প্রমাণপত্র, পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ এবং পাসপোর্ট সাইজের ছবি। এর বাইরে একটি সাক্ষরিত আবেদনপত্র লাগবে। পাশাপাশি জন্মের শংসাপত্র-সহ প্রথম প্রিমিয়ামের জন্য একটি চেক বা নগদ দিতে হবে।

কারা করতে পারবেন এই পলিসি

কারা করতে পারবেন এই পলিসি

এই পলিসি সর্বোচ্চ সীমা ২৫ বছর। তবে ১৩ বছরের জন্য এই পলিসি নেওয়া যেতে পারে। বিবাহ ছাড়াও এই টাকায় মেয়ের শিক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে। যদি কেউ চিন্তা করেন, তাহলে দেখা যাবে মেয়ের শিক্ষা থেকে তাঁর বিয়ের চিন্তা থেকে মুক্ত থাকতে পারেন কোনও ব্যক্তি।

পলিসির সময়সীমা

পলিসির সময়সীমা

কোনও ব্যক্তি যদি তাঁর মেয়ের জন্য এই পলিসি নিতে চান, তাহলে সেই ব্যক্তির বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে আর মেয়ের বয়স হতে হবে কমপক্ষে ১ বছর। যদিও এই পলিসি ২৫ বছরের, তবে প্রিমিয়াম দিতে হবে ২২ বছর। বাকি তিনবছরের জন্য কোনও প্রিমিয়াম দিতে হবে না। তবে কন্যার বয়স অনুযায়ী এই পলিসির মেয়াদ কমানো যেতে পারে।

মৃত্যুতে সুবিধা পাওয়া যাবে

মৃত্যুতে সুবিধা পাওয়া যাবে

যদি পলিসি গ্রহণকারী (এলআইসি কন্যাদান পলিসি ডেথ বেনিফিট) তা নেওয়ার পরে মারা যান, তাহলে তার পরিবারকে প্রিমিয়াম দিতে হবে না। যদি মৃত্যু দুর্ঘটনাজনিত হয়, তাহলে পরিবার একসঙ্গে ১০ লক্ষ টাকা পাবে। যদি স্বাভাবিক পরিস্থিতিতে মৃত্যু হয় তাহলে ৫ লক্ষ টাকা দেওয়া হবে। এর সঙ্গে পলিসির মেয়াদপূর্তে পর্যন্ত পরিবার প্রতিবছর ৫০ হাজার টাকা করে পাবে। অর্থাৎ মৃত্যুতেও এই পলিসির সুবিধা পাওয়া যাবে। ২৫ বছর পরে মনোনীত ব্যক্তির হাতে ২৭ লক্ষ টাকা দেওয়া হবে।

PM Kisan Scheme-এর আওতায় স্বামী-স্ত্রী উভয়েই কি ৬০০০ টাকা পেতে পারেন, কৃষক হলেও সুবিধার বাইরে যাঁরাPM Kisan Scheme-এর আওতায় স্বামী-স্ত্রী উভয়েই কি ৬০০০ টাকা পেতে পারেন, কৃষক হলেও সুবিধার বাইরে যাঁরা

প্রিমিয়ামের পরিমাণ

প্রিমিয়ামের পরিমাণ

এই পলিসি যদি কোনও ব্যক্তি করেন, তাহলে প্রতিদিন ১২১ টাকা হিসেবে প্রতিমাসে ৩৬০০ টাকা করে দিতে হবে। যে কেউ চাইলে এর কম প্রিমিয়ামে পলিসি করতে পারেন। কিন্তু তাতে প্রাপ্ত টাকার পরিমাণ কমে যাবে। হিসেব মতো প্রতিদিন ১২১ টাকা করে বিনিয়োগ করলে ২৫ বছর পরে ২৭ লক্ষ টাকা পাওয়া যাবে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
LIC's new scheme for Daughter is Kanyadan, in which one can invest Rs 121 on daily basis for 25 years and after maturity get Rs 27 lakhs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X