For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে আর্থিক পরিষেবার ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত Xiaomi-এর

আর্থিক পরিষেবার ব্যবসা বন্ধ Xiaomi-এর

Google Oneindia Bengali News

চিনের স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা Xiaomi তাদের আর্থিক পরিষেবার ব্যবসা ভারতে বন্ধ করে দিয়েছে। স্থানীয় প্লে স্টোর এবং নিজস্ব অ্যাপ স্টোর থেকে ভারতে Mi Pay এবং Mi ক্রেডিট অ্যাপগুলি সরিয়ে নিয়েছে বলে জানা গিয়েছে। Mi Pay এখন NPCI-স্বীকৃত তবে কোনও UPI অ্যাপ নয়।

ভারতে আর্থিক পরিষেবার ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত Xiaomi-এর

একটি রিপোর্টে Xiaomi জানিয়েছে, কিছু কৌশল গত কারণের জন্য ও মূল ব্যবসায়ে আরও বেশি করে নজর দিতে ২০২২ সালের মার্চ মাসে Mi Financial Services বন্ধ করে দেওয়া হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, গত চার বছরে কয়েক হাজার গ্রাহকের সঙ্গে সংস্থাটি যুক্ত হয়েছে। Mi Financial Services বন্ধ করার জন্য সংস্থাটি ভারত সরকারকে দায়ী করেছে।

সংস্থাটি ২০১৯ সালের মার্চ মাসে ভারতের বাজারে Mi Pay নিয়ে আসে। চিনের বাইরে ভারতে Xiaomi বাজার সব থেকে বড় ছিল। বর্তমানে ভারতে ২০ মিলিয়নের ব্যবহারকারীর নাম অ্যাপটিতে নথিভুক্ত রয়েছে। ২০১৯ সালে কয়েকমাস পরেই Xiaomi Mi Credit বাজারে নিয়ে আসে সংস্থাটি। এখানে গ্রাহকদের ৭০ থেকে ১,৪০০ মার্কিন ডলার পর্যন্ত ঋণ অল্প সুদে দেওয়া হতো। সম্প্রতি ভারতের একটি আদালত Xiaomi -এর ৬৭৬মিলিয়ন মার্কিন ডলারের মূল্যের সম্পত্তির ওপর নিষেধাজ্ঞা তুলতে অস্বীকার করেছে। যার জেরেই চিনের এই সংস্থাটি পরিষেবা বন্ধ করে দিচ্ছে।

Xiaomi এর বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে। যার জেরে Xiaomi কে তদন্তের মুখে পড়তে হয়। এপ্রিল মাসে ভারতের তদন্তকারী সংস্থা Xiaomi এর ৬৭৬ মিলিয়ন মার্কিন ডলারের মূল্যেকর সম্পত্তি বাজেয়াপ্ত করে। অভিযোগ ওঠে রয়্যালটি পেমেন্ট হিসাবে বিদেশী সংস্থাগুলিতে অবৈধভাবে অর্থ প্রেরণ করেছে সংস্থাটি। তবে চিনের এই সংস্থা তাদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু আদালত সংস্থার বাজেয়াপ্ত সম্পত্তি ফিরিয়ে দেওয়ার আবেদন অস্বীকার করেছে। এরপরেই Xiaomi ভারতে আর্থিক পরিষেবার ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

২০২০ সালে পূর্ব লাদাখ সীমান্তে ভারত ও চিনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। চিনের সেনারা সীমান্ত রেখা পেরিয়ে ভারতের দিকে প্রবেশ করে। ভারতের সঙ্গে চিনের সেনাদের মুখোমুখি সংঘর্ষ হয় গালোয়ান উপত্যকায়। সেখানে ভারতের ২০ জন সেনা শহিদ হয়। ভারতেই ভারত চিনের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেয়। ভারত চিনের টিকটক সহ একাধিক অ্যাপ নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসা হয়। এরপরেই ভারতে চিনের সংস্থাগুলোর ব্যবসা করা বিষয়ে কঠোর নিয়ম ভারত সরকার লাঘু করে।

প্রবল বৃষ্টিতে হড়পা বান ও ভূমিধসে বিপর্যস্ত ফিলিপিন্সের একাধিক শহরপ্রবল বৃষ্টিতে হড়পা বান ও ভূমিধসে বিপর্যস্ত ফিলিপিন্সের একাধিক শহর

English summary
A report said that Xiaomi shut down financial service business in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X