
Changes From 1st December: ১ ডিসেম্বর থেকে রেল-ব্যাঙ্ক-এলপিজির ক্ষেত্রে বড় পরিবর্তন
ডিসেম্বরের ১ তারিখ বৃহস্পতিবার। অর্থাৎ ইংরেজি বছরের শেষ মাস। অন্য মাসের শুরুর দিনের মতো ১ ডিসেম্বর থেকে বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু বড় পরিবর্তন হতে চলেছে। যার প্রভাব সরাসরি সাধারণের পকেটে পড়বে। পরিবর্তনের তালিকায় সিলিন্ডারের দাম থেকে ট্রেনের টাইম টেবল অনেক কিছুই রয়েছে।

আগেই জমা দিতে হবে লাইফ সার্টিফিকেট
যাঁরা ব্যাঙ্ক-পোস্ট অফিসের মাধ্যমে পেনশন পান, তাঁদেরকে এই নভেম্বরের মধ্যেই লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। এটি জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর অর্থাৎ বুধবার। এই কাজটি না করলে অর্থাৎ লাইফ সার্টিফিকেট জমা না করলে পেনশন বন্ধ হয়ে যেতে পারে।

ট্রেনের সময়সূচিতে পরিবর্তন
ডিসেম্বরে দক্ষিণ ভারতের কিছু অংশ বাদ দিলে সারা দেশ জুড়েই ঠাণ্ডা ও কুয়াশার দাপট দেখা যাবে। সেই কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগে থেকেই অনেক ট্রেনের চলাচলের সময়ের পরিবর্তন করা হয়েছে। এছাড়াও উত্তর ভারতে চলাচলকারী বহু ট্রেন বাতিল করা হয়েছে। সেই কারণে কেউ ভ্রমণের সিদ্ধান্ত নিলে আগে থেকে বিষয়টি জেনে তবেই পরিকল্পনা করা উচিত।

গ্যাসের সিলিন্ডারের দামে পরিবর্তন
প্রতিমাসের শুরুতে সাধারণভাবে রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে পরিবর্তন হয়। রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি সেটা করে থাকে। তারা নির্দিষ্টমাসের জন্য সিলিন্ডারের নতুন দামও প্রকাশ করে থাকে। ১৪.২ কেজির সিলিন্ডারের দামে সেরকম পরিবর্তন না হলেও গত কয়েক মাসে ১৯ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কিছুটা কমেছে।

ব্যাঙ্কে ছুটি ১৩ দিন
ডিসেম্বর বছর শেষের মাস। এই মাসে সব মিলিয়ে ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই তালিকায় যেমন বড় দিনের ছুটি এবং নির্দিষ্ট কিছু রাজ্যের ছুটি রয়েছে, আবার চারটি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবারও যুক্ত রয়েছে। সেই পরিস্থিতিতে ব্যাঙ্কে যাওয়ার আগে জেনে নেওয়াটাই ভাল।