For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্রাহক সংখ্যায় ভারতের সবচেয়ে বড় মোবাইল সংস্থা হচ্ছে 'ভোডাফোন আইডিয়া', বিস্তারিত জানুন

আইডিয়া সেলুলার এবং ভোডাফোন ইন্ডিয়া একত্রিত হয়ে যে নতুন কোম্পানি গঠন করছে তার নাম হতে পারে ভোডাফোন আইডিয়া।

Google Oneindia Bengali News

দুই টেলিকম সংস্থা আইডিয়া সেলুলার এবং ভোডাফোন ইন্ডিয়া-র একত্রিকরণের প্রক্রিয়াটি চুড়ান্ত পর্যায়ে রয়েছে। মিলেমিশে যাওয়ার পর, ভোডাফোন আইডিয়া নামে বাজারে আসতে পারে হতে পারে বলে জানিয়েছে আদিত্য বিড়লা গ্রুপ। গ্রাহকসংখ্যার নিরিখে দেশের বৃহত্তম টেলিকম কোম্পানি হবে এটি। পিছনে ফেলে দেবে ভারতী এয়ারটেলকেও।

ভারতের সবচেয়ে বড় মোবাইল সংস্থা ভোডাফোন আইডিয়া

'আইডিয়া সেলুলার' সংস্থার তরফে জানানো হয়েছে, 'আইডিয়া সেলুলার লিমিটেড' থেকে কোম্পানির নাম পরিবর্তন করে 'ভোডাফোন আইডিয়া লিমিটেডট করার জন্য সদস্যদের অনুমোদন নেওয়া হচ্ছে। আগামী ২৬ জুন কোম্পানির এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং(ইজিএম)-এ নাম পরিবর্তন-সহ অন্যান্য বহু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মনে করা হচ্ছে মিলিত সংস্থাতে, ভোডাফোনের মালিকানা থাকবে ৪৫.১ শতাংশ। আদিত্য বিড়লা গ্রুপের হাতে থাকবে ২৬ শতাংশ এবং বাকি ২৮.৯ শতাংশ শেয়ার থাকবে আইডিয়া-র শেয়ারহোল্ডারদের হাতে। । এই দুই সংস্থামার্জ করে গেলে প্রথম দিন থেকেই নতুন সংস্থাটি প্রায় 43 কোটি মোবাইল গ্রাহক পাবে। ২৬ জুনের ইজিএমে, এনসিডিৃর মাধ্যমে ১৫,০০০ কোটি টাকার তহবিল বাড়ানো নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছে আইডিয়া সংস্থা।

English summary
The new company which will be born out of merging Idea Cellular and Vodafone India is proposed to be named as Vodafone Idea.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X