For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার লোন মিলবে এটিএম থেকেও, বিস্তারিত জেনে নিন

এবারে লোন মিলবে এটিএম থেকেও। সম্প্রতি এমনই সুবিধা এনেছে আইসিআইসিআই ব্যাঙ্ক। তবে এই ব্য়াঙ্কে যাঁদের স্যালারি অ্যাকাউন্ট রয়েছে, কেবল তাঁরাই এই সুবিধা পাবেন

  • |
Google Oneindia Bengali News

এবারে লোন মিলবে এটিএম থেকেও। সম্প্রতি এমনই সুবিধা এনেছে আইসিআইসিআই ব্যাঙ্ক। তবে এই ব্য়াঙ্কে যাঁদের স্যালারি অ্যাকাউন্ট রয়েছে, কেবল তাঁরাই এই সুবিধা পাবেন।

১৫ লক্ষ টাকা পর্যন্ত প্রি-কোয়ালিফায়েড পার্সোনাল লোন সরাসরি চলে যাবে সেভিংস অ্যাকাউন্টে।

এবার লোন মিলবে এটিএম থেকেও, বিস্তারিত জেনে নিন

সাধারণ কয়েকটা ধাপে আবেদন পত্র পূরণ করতে হবে আবেদনকারীকে। ওই আবেদনকারীর প্রি-চেকড সিবিল স্কোরও থাকতে হবে। তাহলেই টাকা চলে যাবে অ্যাকাউন্টে। ১৫ লক্ষ টাকা লোন মিলবে ৬০ মাসের জন্য।

লোনের টাকার কোনও অংশ তোলার পর যা অবশিষ্ট থাকবে, তার তথ্য ওই এটিএম থেকেই পেয়ে যাবে গ্রাহক।

আইসিআইসিআই ব্যাঙ্কের এটিএমে চারটি ধাপ পেরোলেই লোন পাওয়া যাবে। ডেবিট কার্ড এটিএমে ঢোকানোর পর প্রি-অ্যাপ্রুভড লোন অফার সিলেক্ট করতে হবে। গ্রাহকের যোগ্য়তা অনুযায়ী একাধিক টাকার বিভিন্ন পরিমাণ দেখানোর সম্ভাবনা। সেখান থেকেও নির্দিষ্ট অপশন সিলেক্ট করতে হবে। সেখানে থাকবে সুদের হার, প্রোসেসিং ফি এবং ইএমআই-এর পরিমাণও। শর্তাবলী্কে মান্যতা দিলেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সবশেষে দিতে হবে ডেবিট কার্ডের পিন।

ওপরের প্রক্রিয়ার সবকটি ধাপ ঠিকঠাক থাকলে টাকা সঙ্গে সঙ্গেই গ্রাহকের অ্যাকাউন্টে চলে যাবে।

English summary
ICICI Bank offers up to Rs. 15 lakh personal loan via atms
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X