For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভূষণ স্টিল অধিগ্রহন করলো টাটা, ব্যাঙ্কের এনপিএ সমস্যার সমাধানের ইঙ্গিত

ব্যাংকের এনপিএ সঙ্কট সমাধানের চেষ্টা অনেকদিন ধরে চলছে, এবং অনেক পদক্ষেপের মধ্যে, আইবিসি এই সংকট সমাধানের জন্য গেম চেঞ্জার হবে বলে মনে করা হচ্ছে।

Google Oneindia Bengali News

টাটা স্টিল, দেউলিয়া সংস্থা ভূষন স্টিল অধিগ্রহন করেছে। একে ভারতের রিজার্ভ ব্যাংক (আরবিআই) এবং সরকারের সাফল্য হিসাবে তুলে ধরা হচ্ছে। ব্যাঙ্কের এনপিএ সমস্যার সমাধান এখন তাদের সামনে বড় চ্যালেঞ্জ। দীর্ঘদিন ধরেই নানাভাবে ব্যাংকগুলির এনপিএ সঙ্কট কাটানোর চেষ্টা চলছে। বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ার পর এখন আইবিসি-কেই মনে হচ্ছে সঙ্কট সমাধানের গেম চেঞ্জার। আইবিসি (যা আগে এনসিএলটি ছিল) প্রয়োগের জন্য রিজার্ভ ব্যাংকের প্রথম তালিকায় ভুষণ স্টিলই ছিল সবচেয়ে বড় দেউলিয়া সংস্থা।

ভূষণ স্টিল অধিগ্রহন করলো টাটা

শুক্রবার, টাটা স্টিল ঘোষণা করেছে, তারা তারা ভুষণ স্টিলের ৭২.৬৫ শতাংশ অংশীদারী অধিগ্রহন করেছে। ফলে এখন ওই সংস্থার নিয়ন্ত্রণ তাদের হাতে। এবং এই অধিগ্রহনটি হয়েছে আইবিসি-র কর্পোরেট ইনসলভেন্সি রেজোলিউশন প্রসেস (সিআইআরপি) এর আওতায় থাকা অনুমোদিত রেজোলিউশন প্ল্যান অনুযায়ী। সেইমতো তারা সিআইআরপি-র খরচ এবং কর্মচারী বকেয়া মিটিয়ে দিয়েছে। পাশপাশি, রেজল্যুশন প্ল্যান এবং সংশ্লিষ্ট লেনদেন সংক্রান্ত নথিগুলির শর্তানুযায়ী বিএসএল এর আর্থিক ঋণদাতাদের ৩৫ হাজার ২০০ কোটি টাকা মেটানোর কাজও চলছে। এছাড়া,আগামী ১২ মাসের মধ্যে বিএসএল-এর অপারেশনাল ক্রেডিটরদের ১২০০ কোটি টাকাও দেওয়া হবে।

শুক্রবারের এই ঘোষণার পরই ভূষণ স্টিলের দরপত্রের মূল্য ৪.৯৩ শতাংশ বেড়ে ২৭.৬৫ টাকায় পৌঁছায়। তবে, টাটা স্টিলের শেয়ারের মূল্য ৩.০৪ শতাংশ পড়ে ৫৯১.৫০ টাকায় দাঁড়ায়। যাতে উচ্ছ্বসিত হয়ে অর্থমন্ত্রী পিযুশ গয়াল টুইট করে বলেন, 'ব্যাংকের লেগাসি সমস্যা সমাধানে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি ও অরুণ জেটলি। তাঁদের অভিনন্দন জানাই। টাটা স্টিলের দেওয়া ৩৬, ৪০০ কোটি টাকার স্বচ্ছ দরপত্রের মাধ্যমে ভূষণ স্টিলের ঋণদদাতারা তাদের আসলের পুরো মূল্যটাই পেয়ে গেছেন, সঙ্গে সংস্থার ১২% শেয়ারও লাভ করেছেন।

এবছর ব্যাংকগুলি, বিশেষ করে বেসরকারী ব্যাংকগুলির বর্তমান আর্থিক বছরে অবস্থা খুব একটা ভাল নয়। তা সত্ত্বেও ২০১৮ সালের একটি অর্থনৈতিক সমীক্ষায় দেখা যাচ্ছে, আইবিসি ভারতের ব্যাংকিং ক্ষেত্রের স্বাস্থ্যের উন্নয়ন ঘটাচ্ছে।

এতে কাজ হচ্ছে দেখে এখন আরবিআই, তাদের প্রথম তালিকায় থাকা বাকি দেউলিয়া সংস্থাগুলিতেও নজর দেবে। তালিকার প্রথম পাঁচে আছে, ভূষণ স্টিল, এসার স্টিল, ল্যানকো ইনফ্রাটেক, ভূষণ পাওয়ার অ্যান্ড স্টিল এবং আলোক ইন্ডাস্ট্রিজ। জেএম ফিনান্সিয়ালস-এর হিসাব অনুযায়ী এই পাঁচ সংস্থার বকেয়া ঋণের পরিমাণ যথাক্রমে ৫৭, ২০০ কোটি টাকা, ৫১,৭০০ কোটি টাকা, ৪৯,১০০ কোটি টাকা, ৪৭,৮০০ কোটি টাকা এবং ৩০,২০০ কোটি টাকা।

সম্প্রতি ১১ টি বেসরকারি এবং ৯ টি পাবলিক সেক্টর ব্যাংক মিলিয়য়ে মোট ২০ টি ব্যাংক তাদের রেজাল্ট ঘোষণা করেছে। কেয়ার রেটিংয়ের তথ্য অনুযায়ী, ২০১৭-র মার্চে থেকে ২০১৮-র মার্চের মধ্যে ওই ব্যাঙ্কগুলির যৌথভাবে এনপিএ বেড়েছে। ৭.১৭ শতাংশ থেকে ৮.৩২ হয়েছে। ২০১৭-র মার্চে মোট এনপিএ ছিল ২.৬১ লক্ষ কোটি টাকা। তার থেকে বেড়ে ২০১৮ সালের মার্চে তা ৩.৪৬ লক্ষ কোটি টাকা হয়েছে। অর্থাৎ ৩২.৭% বেড়েছে। মোট অগ্রগতি বৃদ্ধির হার যদিও কমই ছিল, ১৪.৪ শতাংশ।

English summary
The resolution of bank’s NPA crisis has been going for quite some time now, and among many measures, IBC is believed to be the game changer in solving the crisis.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X