For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাসস্থান স্থানান্তরিত হয়েছে, কীভাবে অনলাইনে ভোটার কার্ডের ঠিকানা আপডেট করবেন

বাসস্থান স্থানান্তরিত হয়েছে, কীভাবে অনলাইনে ভোটার কার্ডের ঠিকানা আপডেট করবেন

  • |
Google Oneindia Bengali News

নির্দিষ্ট কোনও এলাকায় বসবাসকারী কোনও ব্যক্তি যদি ভোট (Vote) দিতে যান, তাহলে ভোটার আইডি অর্থাৎ ইপিআইসি (EPIC) অবশ্যই আপ-টু ডেট হতে হবে। কোনও ব্যক্তি যেখানে থাকেন (address), সেটাই নির্দিষ্ট ওয়ার্ড, বিধানসভা কেন্দ্র কিংবা লোকসভা কেন্দ্র নির্ধারণ করে। অর্থাৎ ভোটার কার্ডে সেই নির্বাচনী এলাকার বিবরণ এবং ঠিকানার উল্লেখ থাকে। আর বাসস্থান পরিবর্তন করলে ভোটার কার্ডেও সেই সংশোধন জরুরি।

ঠিকানা পরিবর্তন করলে

ঠিকানা পরিবর্তন করলে

যদি কোনও ব্যক্তি বাসস্থান পরিবর্তন করে থাকেন, তাহলে তা ভোটার আইডি কার্ডেও আপডেট করতে হবে। ভোটার কার্ডে নির্দিষ্ট ওয়ার্ড, বিধানসভা কেন্দ্রের উল্লেখ নিশ্চিত করতে হবে। যা করতে গেলে নির্বাচন কমিশনের মাইগ্রেশন ফর্ম পূরণ করতে হবে। যার করতে ইমেল আইডি, মোবাইল নম্বর ব্যবহার করে ভোটারস পোর্টালে নথিভুক্ত করতে হবে। https://voterportal.eci.gov.in

একনজরে ধাপগুলি

একনজরে ধাপগুলি

  • আবেদনকারীকে Shifted to Other Place ফর্মটিকে বেছে নিতে হবে
  • আবেদনকারীকে ভোটার আইডি কার্ডের নম্বর সেখানে দিতে হবে
  • তথ্য যাচাই করা হবে
  • এরপর দুটি বিকল্প Shifted outside the assembly
  • Constituency এবং Shifted within assembly Constituency থেকে একটিকে বেছে নিতে হবে
  • আবেদনকারীকে নতুন ঠিকানার উল্লেখ করতে হবে। তাঁর ছবিও আপলোড করতে হবে। সঙ্গে প্রাসঙ্গিক নথিও আপলোড করতে হবে
  • সব শেষে আবেদনকারীকে পুরো ফর্মটি একবার দেখে নিয়ে সাবমিট করতে হবে
  • এরপর সেখান থেকে একটি রেফারেন্স আইডি তৈরি হয়ে যাবে, পরবর্তী সময়ে কাজের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য
 একই নির্বাচনী কেন্দ্র হলে

একই নির্বাচনী কেন্দ্র হলে

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে উল্লেখ করা রয়েছে, একই কেন্দ্রে মধ্যে ঠিকানার পরিবর্তন হলে আবেদনকারীকে 8A ফর্ম পূরণ করতে হবে। এছাড়া অন্য কোনও পরিবর্তনের ( নাম, ফটো, বয়স, ঠিকানা, জন্ম তারিখ, বয়স, আত্মীয়ের নাম, সম্পর্ক, লিঙ্গ) ক্ষেত্রে 8 ফর্ম পূরণ করতে হবে।

অন্য নির্বাচনী কেন্দ্র হলে

অন্য নির্বাচনী কেন্দ্র হলে

যদি কেউ অন্য নির্বাচনী এলাকায় যান, তাহলে সেখানকার ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য অলনাইনে আবদনের ক্ষেত্রে 6A ফর্ম পূরণ করতে হবে।

English summary
How to update present address through online in your Voter Card of you change it recently
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X