For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Savings Account: জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে চান? সঙ্গে সুদের হারও জেনে নিন বিভিন্ন ব্যাঙ্কের

Savings Account: জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে চান? সঙ্গে সুদের হারও জেনে নিন বিভিন্ন ব্যাঙ্কের

  • |
Google Oneindia Bengali News

অনেকেই ব্যাঙ্কে জিরো ব্যালেন্স (zero balance) অ্যাকউন্ট (account) খুলতে চান। এর পিছনে কারণ রয়েছে। মাসের শেষে অনেকের পক্ষেই ব্যালেন্সের ভারসাম্য বজায় রাখা সম্ভব হয় না। তবে এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্টও হল সেভিংস অ্যাকাউন্ট, যেখানে কর্তৃপক্ষ গ্রাহককে নির্দিষ্ট টাকা রাখার কথা বলতে পারে না।

যদি আপনার জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট থাকে, তাহলে সেখানে কোনও টাকা না থাকলেও, ব্যাঙ্ক পেনাল্টি হিসেবে কোনও টাকা কেটে নিতে পারবে না। তবে দেশের বেশিরভাগ ব্যাঙ্কেই মিনিমাম ব্যালেন্স রাখার একটা নির্দেশিকা রয়েছে। যার জেরে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স তার থেকে নেমে যায়, তাহলে পেনাল্টি দিতে হয় গ্রাহকদের। একনজরে বিভিন্ন ব্যাঙ্কের জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট।

আইডিএফসি ফাস্ট ব্যাঙ্ক

আইডিএফসি ফাস্ট ব্যাঙ্ক

আইডিএফসি ফাস্ট ব্যাঙ্কের জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টকে প্রথম সেভিংস অ্যাকাউন্টও বলা হয়।স যেখানে সুদের হার ৪ শতাংশ। এই ব্যাঙ্ক প্রতিদিন এটিএম থেকে টাকা তোলার সীমা রেখেছে ৪০ হাজার টাকা। সঙ্গ ২ লক্ষ টাকার দুর্ঘটনা বিমাও রয়েছে।

এসবিআই

এসবিআই

এসবিআই-এর জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। এর পোশাকি নাম বেসিক সেভিংস ব্যাঙ্ক জিপোজিট অ্যাকাউন্ট। সুদের হার ২.৭০ শতাংশ। অ্যাকাউন্টে টাকা রাখার কোনও ঊর্ধ্বসীমা নেই। কেওয়াইসির জন্য যেসব প্রমাণপত্র লাগবে তা থাকলে, এই ব্যাঙ্কে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে পারেন।

ইয়েস ব্যাঙ্ক

ইয়েস ব্যাঙ্ক

ইয়েস ব্যাঙ্কে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে সুদের হার ৪ শতাংশ। এই অ্যাকাউন্টের পোশাকি নাম স্মার্ট স্যালারি অ্যাডভান্টেজ অ্যাকাউন্ট। বেতনভফুক কর্মীরাই ইয়েস ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। এই অ্যাকাউন্ট খোলার সঙ্গে একটি 'এনগেজ' ডেবিট কার্ট দেওয়া হয়, যার লিমিট ৭৫ হাজার টাকা। এই কার্ডে দুর্ঘটনা বিমাও রয়েছে।

এইচডিএফসি ব্যাঙ্ক

এইচডিএফসি ব্যাঙ্ক

কোনও সংস্থার স্যালারি অ্যাকাউন্টের ক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্কে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা যায়। এর পোশাকি নাম বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট। ব্যাঙ্কের তরফে গ্রাহকদের ৩ শতাংশ সুদ দেওয়া হয়। যদি কারও অন্য কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট থাকে, তাহলে তিনি এই সেভিংস অ্যাকাউল্ট খোলার যোগ্য নন।

 কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার সুযোগ রয়েছে। সেখানে সুদের হার ৩.৫ শতাংশ। যদি কোনও গ্রাহক ব্যাঙ্কে যেতে না চান, তাহলে ভিডিও কেওয়াইসির মাধ্যমে তিনি অ্যাকাউন্ট খুলতে পারেন। এই অ্যাকাউন্টে এনইএফটির কিংবা আইএমপিএস-এর মাধ্যমে টাকা ট্রান্সফার করা যায়।

স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাঙ্ক

স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাঙ্ক

স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাঙ্কে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট রয়েছে। সেখানে সুদের হার ২.৭৫ শতাংশ। এই সুদের হার প্রতিদিন থাকা ব্যালেন্সের ওপরে দেওয়া হয়। ত্রৈমাসিক ভিত্তিতে দেওয়া হয়। ইকেওয়াইসির মাধ্যমে এই অ্যাকাউন্ট খোলা যায়।

ইন্ডাসইন্দ ব্যাঙ্ক

ইন্ডাসইন্দ ব্যাঙ্ক

ইন্ডাসইন্দ ব্যাঙ্কে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা যায়। সেখানে সুদের হার ৪ শতাংশ। এর পোশাকি নাম ইন্দাস অনলাইন সেভিংস অ্যাকাউন্ট। এখানে ২ লক্ষ টাকার দুর্ঘটনা বিমার সুবিধা দেওয়া হয়। সঙ্গে দেওয়া হয় প্লাটিনাম প্সা ডেবিট কার্ড।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
How to open Zero balance account in Nationalised and Private banks and their interest rates in savings.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X