For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কী করে আধার নম্বর যুক্ত করবেন আইটি রিটার্নের সঙ্গে

২০১৫ সালেই মোদী সরকার নির্দেশিকা জারি করে জানিয়েছিল আয়কর রিটার্নের সঙ্গে আধার নম্বর যোগ করতে হবে করদাতাদের।

Google Oneindia Bengali News

২০১৫ সালেই মোদী সরকার নির্দেশিকা জারি করে জানিয়েছিল আয়কর রিটার্নের সঙ্গে আধার নম্বর যোগ করতে হবে করদাতাদের। আধার নিয়ে বিতর্ক হলেও তা কিন্তু নিয়মে পরিণত হয়েছে। আধারের তথ্য দেখানো বাধ্যতামূলক। আয় কর ফাঁকি দেওয়া রুখতেই এই সিদ্ধান্ত নেয় মোদী সরকার।

কী করে আধার নম্বর যুক্ত করবেন আইটি রিটার্নের সঙ্গে

কিন্তু কীভাবে আয়কর রিটার্নের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করবেন?

এক্ষেত্রে কিছু পদ্ধতি রয়েছে। প্রথমেই করদাতাকে আযকর রিটার্নের পোর্টালে যেতে হবে। তার অ্যাড্রেস e-filing Income Tax Returns। এখানে ক্লিক করলেই দেখতে পাওয়া যাবে আধারের সঙ্গে প্যান বা আইটিরিটার্ন লিঙ্ক করার অপশন। সেখানে ক্লিক করলে কুইক লিঙ্ক অপশনের মধ্যে দেখা যাবে আধার লিঙ্ক অপশন। করদাতাতে সেই আধার লিঙ্ক অপশনে গিয়ে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে একটি পেজ। তাতে আধারের যাবতীয় তথ্য জন্ম তারিখ, ১২ ডিজিটের আধার নম্বর, নাম এবং ক্যাপচা কোড দিতে হবে। সব তথ্য দেওয়ার পর পেজের একেবারে শেষে লিঙ্ক টু আধার অপশনে ক্লিক করলেই পুরো প্রক্রিয়া শেষ হয়ে যাবে।

এই প্রক্রিয়া করদাতা নিজেও অনলাইনে সম্মন্ন করতে পারেন। এই প্রক্রিয়া শেষ করার পর কোন অবস্থায় রয়েেছ এই কাজ তা জনতে হলে অন্য একটি ওয়েব অ্যাড্রেসে েযতে হবে। সেই ওয়েব অ্যাড্রেসটি হল, portal.incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/AadhaarPreloginStatus.html

এই ওয়েব অ্যাড্রেসে সার্চ করলে যে পেজটি খুলবে তাতে প্রথমে নিজের প্যান এবং আধার নম্বর দিতে হবে। তারপরে ভিউ আধার লিঙ্ক স্টেটাসে ক্লিক করলেই দেখা যাবে আপনার আধারের সঙ্গে আইটি রিটার্ন সংযুক্ত করার প্রক্রিয়া কোন অবস্থানে আছে।

English summary
How to link Adhar With IRT
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X