For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাতের কাছে নেই UAN নম্বর! অফলাইনে কীভাবে PF ব্যালেন্স চেক করবেন

হাতের কাছে নেই UAN নম্বর! অফলাইনে কীভাবে PF ব্যালেন্স চেক করবেন

  • |
Google Oneindia Bengali News

সাধারণভাবে বেসরকারি সংস্থার বেতনভুক কর্মীরা অনেক সময়েই তাঁদের পিএফ (pf)-এর টাকা সময়মতো জমা পড়ল কিনা তা নিয়ে চিন্তিত থাকেন। পাশাপাশি ঠিক কত টাকা অ্যাকাউন্টে জমা রয়েছে, সেই প্রশ্নও ঘুরপাক খায়। আবার পিএফ-এর জমা টাকা চেক করতে গিয়ে গ্রাহকরা তাঁদের UAN নম্বর মনে রাখতে পারেন না। ফলে অনলাইনে পিএফ অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন না। যার জেরে ব্যালেন্স চেক (Balance check) করতেও ব্যর্থ হন তাঁরা। এইশব ক্ষেত্রে গ্রাহক অফলাইনে পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারেন। তার উপায় রয়েছে।

অফলাইনে ব্যালেন্স চেক

অফলাইনে ব্যালেন্স চেক

একজন বেতনভুক কর্মীর মূল বেতনের ১২ শতাংশ পিএফ অ্যাকাউন্টে জমা পড়ে। অন্যদিকে নিয়োগকর্তাও সম পরিমাণ টাকা দিয়ে থাকে। পিএফ অফিসে না গিয়েও পিএফ-এর ব্যালেন্স চেক করার উপায় রয়েছে। যা অফলাইনে করা যায়।

এসএমএস-এর মাধ্য ব্যালেন্স চেক

এসএমএস-এর মাধ্য ব্যালেন্স চেক

অফলাইনে এসএমএস-এর মাধ্যমে পিএফ-এর ব্যালেন্স চেক করা যায়। এর জন্য পিএফ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর থেকে এসএমএসটি করতে হবে। UAN রয়েছে এমন সদস্যকে পিএফ-এ শেষ কত টাকা জমা পড়েছে এবং ব্যালেন্স জানতে নির্দিষ্ট মোবাইল নম্বর থেকে 77382 99899 নম্বরে এসএমএস পাঠাতে হবে। এছাড়াও যে ভাষায় তথ্য চাইছেন, তার প্রথম তিনটি অক্ষরও এসএমএস-এ লিখতে হবে।

একাধিক ভাষায় সুবিধা

একাধিক ভাষায় সুবিধা

যদি কোনও সদস্য ইংরেজিতে সুবিধা পেতে চান, তাহলে তাঁকে EPFOHO UAN লিখে 77382 99899 নম্বরে পাঠাতে হবে। এর উত্তর ডিফল্ট রূপে ইংরেজিতে আসবে। এছাড়াও বিভিন্ন আঞ্চলিক ভাষা যেমন হিন্দি, পঞ্জাবি, গুজরাতি, মারাঠি, কন্নড়, তেলেগু, তামিল, মালায়লম এবং বাংলাতেও পিএফ ব্যালেন্স চেক করা যাবে। উদাহরণ স্বরূপ গ্রাহক যদি বাংলায় এসএমএস পেতে চান, তাহলে EPFOHO UAN BEN লিখে 77382 99899 নম্বরে পাঠাতে হবে।

মিসড কলের মাধ্যমে

মিসড কলের মাধ্যমে

এই সুবিধা নিতে গেলে গ্রাহককে তাঁর পিএফ অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর থেকে 011 2290 1406 নম্বরে মিসড কল করতে হবে। দুটি রিং-এর পরে কলটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর মোবাইলে বার্তা যায়। এই পরিষেবা পাওয়া যায় বিনামূল্যে। আর এর জন্য স্মার্টফোনেরও প্রয়োজন হয় না।

তবে ইপিএফও-র এক সদস্য হিসেবে কোনও গ্রাহককে অবশ্যই পিএফ অ্যাকাউন্টের UAN, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার নম্বর এবং প্যান নম্বর লিঙ্ক করা থাকতে হবে। এছাড়াও মোবাইল নম্বরটি ইউনিফায়েড পোর্টাল লিঙ্গ এবং নথিভুক্ত থাকতে হবে।

ব্যালেন্স জানার সব থেকে ভাল উপায় হল, ইপিএফও-র ওয়েবসাইটে গিয়ে কর্মীদের জন্য বিভাগের অধীনে সদস্য পাসপুক-এর ক্লিক করতে হবে। এরপর UAN নম্বর দিয়ে লগ ইন করে পিএফ-এর পাস বুক দেখতে পাওয়া যাবে।

সরকার থেকে প্রতীক, দুই প্রান্তের দুই রাজনৈতিক দল ভুগছে একই সমস্যায় সরকার থেকে প্রতীক, দুই প্রান্তের দুই রাজনৈতিক দল ভুগছে একই সমস্যায়

English summary
How to know pf balance offline through sms and missed call without using UAN
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X