For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কী কী ভাবে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের সর্বাধিক সুবিধা নেবেন, একনজরে উপায়গুলি

কী কী ভাবে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের সর্বাধিক সুবিধা নেবেন, একনজরে উপায়গুলি

  • |
Google Oneindia Bengali News

বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের (bank) পাশাপাশি বেসরকারি ব্যাঙ্কগুলি প্রয়োজন অনুযায়ী সেভিংস অ্যাকাউন্টের (savings account) অফার দিয়ে থাকে। সেই মতো কোনও ব্যক্তির উচিত প্রয়োজন অনুসারে তা বেছে নেওয়া। সাধারণভাবে কোনও ব্যক্তি এমন একটি অ্যাকাউন্ট চান, যা সঞ্চয় হোক কিংবা ব্যয় কিংবা অন্য আর্থিক লেনদেন, যাই হোক না কেন, তা খুব সহজ ভাবেই করতে পারেন।

সেভিংস অ্যাকাউন্টের সুদের হার

সেভিংস অ্যাকাউন্টের সুদের হার

সাধারণভাবে সেভিংস অ্যাকাউন্টের সুদের হার সব থেকে কম। বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার বিভিন্ন। তবে তা ৩.৫ থেকে ৪ শতাংশের মধ্যেই রয়েছে। তবে ব্যাঙ্ক শিল্পের সঙ্গে যুক্ত আধিকারিকরা বলছেন, সেভিংস অ্যাকাউন্ট থেকেও উপার্জন করা যায়।

 অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা রাখতে হয়

অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা রাখতে হয়

বহেসিক সেভিংস অ্যাকাউন্ট এবং জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ছাড়া সেভিংস অ্যাকাউন্টগুলিতে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা রাখতে হয়। একেকটি ব্যাঙ্কে এই নির্দিষ্ট পরিমাণ টাকার পরিমাণও ভিন্ন। বহু মানুষ বিভিন্ন মাসিক খরচ মেটাতে এবং অন্য বাধ্যবাধকতার কারণে এই সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন। এক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্ট এমনভাবে ব্যবহার করতে হবে যাতে ন্যূনতম টাকা সেই অ্যাকাউন্টে থাকে। এক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে কোথাও ১৫০০, কোথাও ২০০০ এবং কোথাও ৩০০০ টাকা রাখতে হয়। বেসরকারি ব্যাঙ্কগুলির ক্ষেত্রে তা ১০ বাজার টাকার মতো। ফলে যে ব্যাঙ্কের যে নিয়ম, সেই নিয়ম অনুসারে নির্দিষ্ট পরিমাণ টাকা অ্যাকাউন্টে রেখে দিতে হবে। আর ওই অ্যাকাউন্টে যে টাকা থাকবে, তার ওপরে সুদও পাওয়া যায়।

খুলতে হবে নির্দিষ্ট সেভিংস অ্যাকাউন্ট

খুলতে হবে নির্দিষ্ট সেভিংস অ্যাকাউন্ট

এব্যাপারে বিভিন্ন ব্যাঙ্কে বিভিন্ন রকমের সুবিধা আছে। কোথায়ও আছে কিডস সেভিংস অ্যাকাউন্ট, কোথাও আছে সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট এবং ইউথ সেভিংস অ্যাকাউন্ট। এই ধরনের অ্যাকাউন্টগুলিতে তুলনামূলক বেশি সুবিধা দেওয়া হয়ে থাকে। আবার কোনও কোনও ক্ষেত্রে সুদের হারও ভিন্ন হয়। যেমন সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্টে সাধারণভাবে সুদের হার বেশি থাকে। এছাড়াও সুইপ ইন সুবিধার মাধ্যমে অ্যাকাউন্টে আয় বাড়ানো সম্ভব।

স্থায়ী আমানত রাখলে কম ব্যালেন্স

স্থায়ী আমানত রাখলে কম ব্যালেন্স

এছাড়াও কোনও কোনও অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি নির্দিষ্ট পরিমাণ স্থায়ী আমানত রাখা হয়, তাহলে নির্দিষ্ট ব্যালেন্স রাখার প্রয়োজন হয় না। সেই কারণে অ্যাকাউন্ট খোলার আগে তার সুবিধাটাও দেখে নিতে হবে।

কেনা-কাটায় ছাড়

কেনা-কাটায় ছাড়

বিশেষ করে বেসরকারি ব্যাঙ্কগুলির ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টে বিভিন্ন অফার থাকে। এই অফারের মধ্যে রয়েছে শপিং সাইটের অফার, ই-কমার্স সাইটগুলিতে কেনাকাটার অফার। এই অফারের মধ্যে রয়েছে উৎসবের সময়ে ছাড় থেকে শুরু করে আরও অনেক কিছুতে ছাড়।

সুইপ ইন সুবিধা

সুইপ ইন সুবিধা

সুইপ ইন সুবিধা হল, নির্দিষ্ট সীমার বাইরে যে কোনও অর্থ স্বয়ংক্রিয়ভাবে স্থানীয় আমানতে পরিণত হয়। সেই অ্যাকাউন্টে নগদের ঘাটতি হলে ব্যাঙ্ক ঘাটতি পূরণ করতে স্থায়ী আমানত ভাঙিয়ে দেয়। যাঁর অ্যাকাউন্ট, তিনি যদি ব্যাঙ্ককে সেরকম নির্দেশ আগেই দিয়ে রাখেন, তাহলে এই সুবিধা পাওয়া যায়।

English summary
How to get maximum benefit from savings bank account
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X