For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রিলায়েন্স জিও-তে কীভাবে নম্বর পোর্ট করে সারাবছর ফ্রি কল করবেন? জেনে নিন

যারা জিও-র সদস্য এখনও হননি অথচ একই নম্বর রেখে জিও-তে পোর্ট করে এই সুবিধা পেতে চাইছেন তাদের কী উপায় রয়েছে? জেনে নিন একনজরে।

  • |
Google Oneindia Bengali News

রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য নতুন জিও প্রাইম নম্বর নিয়ে এসেছে সংস্থা। বর্তমান জিও গ্রাহকেরা আগামী ১ এপ্রিল থেকে এই সুবিধা ভোগ করতে পারবেন। প্রতি মাসে ফ্রি রোমিং, এসটিডি-লোকাল কল ফ্রি সহ একাধিক সুবিধা পাওয়া যাবে। প্রতি মাসে ৩০ জিবি ৪জি ডেটাও পাওয়া যাবে।[(ছবি) রিলায়েন্স জিও অফারে যা বদল হয়েছে আর যা একই আছে]

তবে তার জন্য প্রথমে রিলায়েন্স প্রাইম সাবস্ক্রিপশন করতে হবে ৯৯ টাকা দিয়ে। এরপরে প্রতি মাসে ৩০৩ টাকা খরচ করলেই এই প্ল্যান ব্যবহার করতে পারবেন জিও গ্রাহকেরা। তবে যারা জিও-র সদস্য এখনও হননি অথচ একই নম্বর রেখে জিও-তে পোর্ট করে এই সুবিধা পেতে চাইছেন তাদের কী উপায় রয়েছে?[৩১ মার্চের পর আর ফ্রি নয় জিও, কী হবে প্ল্যান? জানালেন মুকেশ আম্বানি]

রিলায়েন্স জিও-তে কীভাবে নম্বর পোর্ট করে সারাবছর ফ্রি কল করবেন? জেনে নিন

প্রথমে আপনাকে PORT লিখে ১৯০০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এবার আপনাকে একটি ইউপিসি (ইউনিক পোর্টেবিলিটি কোড) এসএমএস করা হবে। এটাই হল আপনার পোর্টের জন্য রেফারেন্স কোড।[আরও বেশিদিন থাকছে জিও-র 'ফ্রি কল'? থাকছে কি আরও নতুন চমক?]

এবারে আপনাকে আপনার মোবাইল থেকে MyJio অ্যাপ ডাউনলোড করে বারকোড জেনারেট করতে হবে। কোডটি পেয়ে গেলেই সেটি নিয়ে আপনার নিকটস্থ রিলায়েন্স ডিজিটাল এক্সপ্রেস অথবা ডিজিটাল এক্সপ্রেস মিনি স্টোরে যেতে হবে। সঙ্গে নিতে হবে কেওয়াইসি ডকুমেন্ট।[মাত্র ১ হাজার টাকার ৪জি ফোন আনছে জিও, সঙ্গে ভয়েস কল ও ভিডিও কলিং ফ্রি!]

আধার কার্ড দিয়ে ই-কেওয়াইসি ভেরিফিকেশন হয়ে গেলেই আপনি জিও সিমকার্ড পেয়ে যাবেন। সেইসময়েই আপনাকে রেফারেন্স কোডটি দোকানে বলতে হবে বা দেখাতে হবে।

আপনার বর্তমান মোবাইল অপারেটরের কাছে যদি কোনও বকেয়া না থাকে তাহলে সঙ্গে সঙ্গেই আপনি এসএমএস পেয়ে যাবেন। আর যদি বকেয়া থাকে তাহলে তা মেটানোর পরই নম্বর পোর্টেবিলিটির সুবিধা আপনি ভোগ করতে পারবেন।

English summary
How to port your number to Reliance Jio Prime to avail free talk time for a year Steps to port to Reliance Jio Prime.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X