For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিওফোন বুক করেছেন, তাহলে জেনে নিন কবে হাতে পাবেন ফোন

অনলাইন ও অফলাইনে জিও ফোনের বুকিং স্টেটাস কীভাবে দেখবেন।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

গত ২৪ অগাস্ট বুকিং শুরু হওয়ার পরপরই জিও ফোনের বুকিং বন্ধ হয়ে যায়। পরবর্তী পর্যায়ের বুকিং কবে শুরু থেকে শুরু হবে তা এখনও সংস্থার পক্ষ থেকে জানানো হয়নি। একইরকমভাবে যাঁরা ইতিমধ্যেই জিওফোন বুক করেছেন, তাঁরাও জানেন না কবে এই ফোন হাতে পাবেন। মুকেশ আম্বানির সংস্থার পক্ষ থেকে শুধু এটুকু জানানো হয়েছে, সেপ্টেম্বর মাসে ফোন পাবেন তাঁরা। কিন্তু তাঁদের বুকিং স্টেটাস কী, তা সহজেই দেখা যাবে।

জিওফোন বুক করেছেন, তাহলে জেনে নিন কবে হাতে পাবেন ফোন

অফলাইনে কীভাবে বুকিং স্টেটাস চেক করবেন
জিওফোন বুক করার পর সংস্থার পক্ষ থেকে একটি এসএমএস পাঠানো হচ্ছে গ্রাহকের নম্বরে। সেই এসএমএস-এ ট্রানজ্যাকশন আইডি দেওয়া থাকছে। এই এসএমএস-এই একটি হেল্পলাইন নম্বর ১৮০০৮৯০৮৯০০ -তে ফোন করলে আইভিআরএস নির্দেশ অনুসরণ করতে হবে। এই মুহূর্তে যদিও জিওফোনের ডেলিভারির দিনক্ষণ ফোনে জানানো হচ্ছে না। তবে শীঘ্রই এই পদ্ধতিতে জিওফোনের ডেলিভারি ডেট জানানো হবে বল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

[আরও পড়ুন: সামনের বছরেও এই সুবিধা মিলবে, আরও কম মূল্যে][আরও পড়ুন: সামনের বছরেও এই সুবিধা মিলবে, আরও কম মূল্যে]

অনলাইনে কীভাবে দেখবেন বুকিং স্টেটাস
প্রথমেই আপনাকে যেতে হবে মাইজিও অ্যাপে। সেখানে থেকে ম্যানেজ বুকিং অপশনে ট্যাপ করলে আপনার রেজিস্টার্ড ফোন নম্বর ও ওয়ান টাইম পাসওয়ার্ড দিতে হবে। এরপরই স্ক্রিনে চলে আসবে মাই ভাউচার্স। সেখানেই দেখা যাবে বুকিংয়ের স্টেটাস। অবশ্য এখানেও বর্তমানে মাই ভাউচার্স ফাঁকাই দেখাবে। কিন্তু জিওফোনের ডেলিভারি শুরু হলেই অনলাইনে এভাবেই দেখা যাবে জিওফোনের বুকিং স্টেটাস।

English summary
How to check Jiophone booking status both online and offline.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X