For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ হচ্ছে ফ্রি অফার, কীভাবে দেখবেন জিও ব্যালেন্স ও ভ্যালিডিটি

কীভাবে জানবেন জিও-র ব্যালেন্স ও ভ্যালিডিটি

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

আর কয়েক সপ্তাহ পর থেকেই গাঁটের কড়ি খরচ করতে হবে জিও গ্রাহকদের। শেষ হয়ে যাচ্ছে জিও-র সমস্ত ফ্রি অফার। অন্যান্য সংস্থার অর্ধেক দামে দিলেও জিওর পরিষেবা পেতে কিছু খরচ করতেই হবে। এতদিন ধরে গ্রাহকদের জিও-র ব্যালেন্স ও ভ্যালিডিটি চেক করার কোনও প্রয়োজনই পড়েনি, কারণ সবটাই ছিল আনলিমিটেড ফ্রি। ভয়েস কল নিয়ে খুব একটা মাথা ঘামানোর প্রয়োজন না হলেও প্ল্যানের বৈধতা ও ডেটা ব্যালেন্স কিন্তু এবার নজরে রাখতে হবে গ্রাহকদের।

 কীভাবে দেখবেন জিও ব্যালেন্স ও ভ্যালিডিটি

কীভাবে দেখবেন জিও-র ভ্যালিডিটি ও ব্যালেন্স

প্রথমেই দেখে নেওয়া যাক মাই জিও অ্যাপের মাধ্যমে কীভাবে দেখা যাবে ব্যালেন্স ও ভ্যালিডিটি

১. প্রথমেই মাই জিও অ্যাপে গিয়ে লগ-ইন করতে হবে, পাসওয়ার্ড অথবা সিম ভেরিফিকেরশন কোড দিয়ে
২. অ্য়াপ ওপেন হলে সবার ওপরেই থাকবে জিও ব্যালেন্স
৩. যদি আপনার সামার সারপ্রাইজ অফার অথবা জিও ধন ধনাধন অফার থাকে এবং আপনি কোনও টপ আপ না ভরে থাকেন, তাহলে অবশ্য ব্যালেন্স শূন্য দেখাবে
৪. প্ল্যান ও ভ্যালিডিটি দেখতে হলে বাঁ দিক থেকে ডান দিকে সোয়াইপ করে মেনুতে ঢুকতে হবে
৫. এরপর মাই প্ল্যান অপশনে গেলেই প্ল্যান ও বৈধতা দেখা যাবে

 কীভাবে দেখবেন জিও ব্যালেন্স ও ভ্যালিডিটি

জিও-র ওয়েবসাইট থেকে কীভাবে প্ল্যান, ভ্যালিডিটি ও ব্যালেন্স দেখবেন

১. জিও ডট কম ওয়েবসাইটে গিয়ে প্রথমেই সাইন ইন করতে হবে
২. নিজস্ব পাসওয়ার্ড বা ওটিপি দিয়ে লগ-ইন করতে হবে
৩. লগ-ইন করা মাত্রই সবার ওপরে ব্যালেন্স দেখা যাবে
৪. প্ল্যান ও ভ্যালিডিটি দেখতে মাই প্ল্যানস অপশনে ক্লিক করতে হবে
৫. মাই স্টেটমেন্ট অপশনে গিয়ে দেখা যাবে কত ডেটা খরচ হয়েছে আর কত বাকি রয়েছে।

English summary
JIO free offer nears to end. How to check balance, validity and plan of JIO.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X