For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ড্রোন করবে হোম ডেলিভারি! প্রকাশ হল ড্রোন উড়ানের নিয়ম-নীতি

ড্রোণের মাধ্যমে হোম ডেলিভারি হবে - এমন দিন আর বেশি দূরে নেই। ডিজিসিএ একটি নতুন ড্রোন নীতি প্রকাশ করল।

  • |
Google Oneindia Bengali News

২০১৬ সালে প্রথমবার আমেরিকাতে অ্য়ামাজন সংস্থা গ্রাহকদের কাছে পন্য সরবরাহ করেছিল। ইকমার্সের রমরমায় ভারতেও সেইদিন আসতে বেশি দেরি নেই। ভারতের অসামরিক বিমান পরিবহক নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ ড্রোন চালনার বিষয়ে নিয়ম নীতি প্রকাশ করল। সেই বিধি নিষেধ মানলেই ভারতে ড্রোন চালনায় কোনও ব্যক্তি বা সংস্থার বাধা থাকবে না।

প্রকাশ হল ড্রোন উড়ানের নিয়ম-নীতি

ডিজিসিএ থেকে বলা হয়েছে কোনও ব্যক্তি বা সংস্থাকে ভারতে ড্রোন চালাতে হলে ২৫০০০ টাকা দিয়ে পারমিট সংগ্রহ করতে হবে। তাছাড়া প্রতি ড্রোনের জন্য ১০০০ টাকা করে দিয়ে সনাক্তকরণ নম্বর নিতে হবে। পারমিট দেওয়া হবে পাঁচচ বছরের জন্য। তারপর আবার পাঁচ বছরের জন্য পারমিট রিনিউ করতে দিতে হবে ১০০০০ টাকা।

এছাড়া ড্রোন ওড়ানের বিষয়টিকে সম্পূর্ণ ভারতীয় রাখতে চাইছে ডিজিসিএ। বলা হয়েছে ভারতে নথিভুক্ত নাহলে এবং প্রধাণত ভারতে ব্যবসা না করলে পারমিট পাওয়া যাবে না। নিদেন পক্ষে সংস্থার চেয়ারম্যান ও ডিরেক্টরদের দুই তৃতীয়াংশ ভারতীয় হতে হবে। বাইরের কোনও সংস্থার থেকে লিজে ড্রোন নিয়ে অবশ্য ভারতীয় সংস্থাগুলি ড্রোন চালাতে পারবে।

তবে ২ কেজির নিচের অর্থাত ন্য়ানো ড্রোন (২৫০ গ্রামের নিচে ওজন) বা স্মল ড্রোন (ওজন ২৫০ গ্রাম থেকে ২ কেজির মধ্যে) ওড়াতে কোনও পারমিট বা সনাক্তকরণ নম্বর লাগবে না। তবে সেই ড্রোনগুলি ওড়ানো যাবে ৫০ থেকে ২০০ ফুট উচ্চতার মধ্যে। এবং সেক্ষেত্রেও ওড়ানোর ২৪ ঘন্টা আগে পুলিশকে জানিয়ে রাখতে হবে।

কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদ বিমানবন্দরের ৫ কিলোমিটারের মধ্যে কোনও ধরণের ড্রোন ওড়ানো যাবে না। দেশের অন্যান্য অসামরিক ও সামরিক বিমানবন্দরের ক্ষেত্রে সীমাটা ৩ কিলেমিটার। ড্রোন ওড়ানো যাবে না কোনও সামরিক ঘাঁটি, রাজ্য ও কেন্দ্রের সেক্রেটারিয়েট ভবনগুলির কাছাকাছিও। সূর্যোদয়ের আগে এবং সূর্যোদয়ের পরেও ড্রোণের ওড়াউড়িতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিয়ম নীতি প্রকাশ হয়ে যাওয়ার পর ভারতেও ড্রোনে পন্য পরিবহণ আর বেশিদিন দূরে নেই বলেই মনে করা হচ্ছে। তারপর অনলাইন অর্ডার করলে উড়ে উড়ে দরজায় পৌঁছে যাবে পছন্দের জিনিসপত্র।

English summary
Home delivery via drones - that day is not far away. DGCA has released a new drone policy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X